Wednesday, December 3, 2025
বাড়িখবররাজ্যপানীয় জলের সংকটে ভুগছে উত্তর পুলিনপুর এ ডি সি ভিলেজের অন্তর্গত খাকাচান...

পানীয় জলের সংকটে ভুগছে উত্তর পুলিনপুর এ ডি সি ভিলেজের অন্তর্গত খাকাচান পাড়া গ্রামে জনজাতি অংশের মানুষ

এ.ডি.সি এলাকায় জল সংকটে নাজেহাল সাধারণ মানুষ। দীর্ঘপ্রায় ছয় মাস ধরে জলের সমস্যায় ভোগছেন এলাকাবাসী। দপ্তরে বার বার জানিয়েও সমস্যা সমাধান হচ্ছেনা এমনটাই অভিযোগ এলাকাবাসীর। উত্তর পুলিনপুর এ ডি সি ভিলেজের অন্তর্গত খাকাচান পাড়া গ্রামে জনজাতি অংশের মানুষের বসবাস। এলাকায় জলের সংযোগ রয়েছে, কিন্তু কেবলমাত্র সামান্য সারাইয়ের জন্য দীর্ঘ ছয় মাস ধরে জল সমস্যায় ভোগছেন সংশ্লিষ্ট এলাকার প্রায় ২০- ২৫ টি পরিবার । অভিযোগ জলের মূল পাইপ লাইনে ফাঁটলের জন্য ওই এলাকায় জল পৌছুচ্ছে না। বার কয়েক তেলিয়ামুড়া ডি ডাব্লিউ এস দপ্তরে মেরামতের অনুরোধ করেও কাজের কাজ কিছুই হচ্ছেনা। ফলে বাধ্য হয়ে জলের জন্য এলাকাবাসীর ছুটতে হচ্ছে দুস্কি বাজার সংলগ্ন জলের রিজার্ভভার ফিল্টারে। সেই রিজার্ভভার ফিল্টারের অবস্থাও একপ্রকার করুন। যা দিয়ে নিত্যদিনের প্রয়োজন মেটান কষ্টকর তাদের জন্য। দাবী উঠছে অতিদ্রুত যেন তাদের সমস্যা সমাধান করে দেওয়াহয় দপ্তরের তরফ থেকে ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

five × 2 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য