কায়াইফাং প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের উদ্যোগ বীরেন্দ্রনগর হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টারে গত ৭ মে অ্যানিমিয়া মুক্ত সপ্তাহ উদযাপন উপলক্ষে এক স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয় । তাতে কমিউনিটি হেলথ অফিসার সুমিত কুরি ও এমপিডব্লিও নরেশ মোহন ত্রিপুরা এলাকার মোট ৩২ জনকে স্বাস্থ্য পরীক্ষা করে প্রয়োজনীয় ঔষধ প্রদান করেন । এর মধ্যে ২০ জনের ডিজিটাল এইচ ভি মিটারে ম্যালেরিয়া পরীক্ষা ও গর্ভবতী মায়েদের রক্তে হিমোগ্লোবিন পরীক্ষা করা হয় । তাছাড়া স্বাস্থ্যকর্মীরা উক্ত অনুষ্ঠানে উপস্থিত গর্ভবতী মায়েদের মধ্যে আয়রন ফলিক অ্যাসিড টেবলেট প্রদান করা হয় এবং সকলকে অ্যানিমিয়া থেকে রক্ষা পেতে আয়রন সমৃদ্ধ খাবার গ্রহণ করা এবং অ্যানিমিয়ার লক্ষণ ও প্রতিকার নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় । এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার আশাকর্মী ও অঙ্গনওয়ারিকর্মী উমরাচু মগ । পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধক দপ্তর থেকে এক প্রেস রিলিজে এই সংবাদ জানানো হয়েছে ।



