সুকুমার বর্মণ স্মৃতি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের অধীন চৌমুহনী উপস্বাস্থ্যকেন্দ্রেরগত ৬ মে মা ও শিশুর এক টিকাকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয় । উক্ত টিকাকরণে এলাকার মোট ছয় জন গর্ভবতী মা ও ১৮ জন শিশুকে টিকাকরণ করা হয় । টিকাকরণের পাশাপাশি এমপিডব্লিও সৌরভ দাস গর্ভবতী মা ও শিশুদের নিয়মিত টিককারণ , অ্যালবেন্ডাজল ট্যাবলেট খাওয়ার গুরুত্ব , বয়ঃসন্ধিকালীন সময় বিভিন্ন সমস্যা ও সমাধানের পথ , যক্ষ্মারোগ ও কুষ্ঠরোগ প্রতিরোধের উপায় , ডেঙ্গু , ম্যালেরিয়া ও কোভিড -১৯ সংক্রমণ থেকে রক্ষা পাবার উপায় নিয়ে পরামর্শ প্রদান করেন । তাছাড়া এই টিকাকরণে উপস্থিত ছিলেন এলাকার আশাকর্মী মীনা দেবনাথ । পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধক দপ্তর থেকে এক প্রেস রিলিজে এই সংবাদ জানানো হয়েছে ।



