কাঞ্চনমালা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের আওতাধীন চারিপাড়া উপস্বাস্থ্যকেন্দ্রের অন্তর্গত পুলিশ পাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রে গত ৬ মার্চ গ্রামীণ স্বাস্থ্য ও পুষ্টি দিবস অনুষ্ঠিত হয় । উক্ত অনুষ্ঠানে মোট ৩২ জন মা ও শিশু উপস্থিত ছিলেন । এরমধ্যে ২৩ জন মা এবং নয় জন শিশু ছিল ৷ উক্ত অনুষ্ঠানে এমপিডব্লিও সুশান্ত শীল বিপাশা চক্রবর্তী ও কমিউনিটি হেলথ অফিসার অমল ত্রিপুরা মানসিক স্বাস্থ্য , সুস্থ দেহ মন বিকাশে যোগার উপকারিতা , ডেঙ্গু , ম্যালেরিয়া ও কোভিড -১৯ সংক্রমণ থেকে রক্ষা পাবার উপায় , শিশুদের নিয়মিত টিকাকরণ , গর্ভবতী মায়েদেরকে হাসপাতালে অন্তত চারটি পরীক্ষা নিরীক্ষা , রক্তাল্পতা রোধে আয়রন ফলিক অ্যাসিড টেবলেট সেবন , অসংক্রামক রোগ প্রতিরোধের উপায় নিয়ে আলোচনা করেন ও পরামর্শ প্রদান করেন । এই অনুষ্ঠানে আশাকর্মী সেলিমা খাতুন ও অঙ্গনওয়াড়িকর্মী শিখা সাহা উপস্থিত ছিলেন । অনুষ্ঠান শেষে উপস্থিত সকলকে পুষ্টিকর খাবার প্রদান করা হয় । পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধক দপ্তর থেকে এক প্রেস রিলিজে এই সংবাদ জানানো হয়েছে ।



