Thursday, December 4, 2025
বাড়িখবররাজ্যতথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে ১৬১ তম রবীন্দ্র জন্মজয়ন্তী রবীন্দ্র শতবার্ষিকী ভবনে...

তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে ১৬১ তম রবীন্দ্র জন্মজয়ন্তী রবীন্দ্র শতবার্ষিকী ভবনে বসে আঁকো , সমবেত আবৃত্তি ও সংগীত প্রতিযোগিতা

তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে দু’দিনব্যাপী কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১ তম জন্মজয়ন্তী উদযাপনের কর্মসূচিতে আজ প্রথমদিনে সকাল থেকেই রবীন্দ্র শতবার্ষিকী ভবন প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় বসে আঁকো প্রতিযোগিতা । তাছাড়াও রবীন্দ্র বিষয়ক প্রদর্শনীর আয়োজন করা হয় । রবীন্দ্র শতবার্ষিকী ভবনের ২ নং হলে অনুষ্ঠিত হয় সমবেত আবৃত্তি প্রতিযোগিতা ও সমবেত সংগীত প্রতিযোগিতা । বসে আঁকো প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ছোট ছেলেমেয়েদের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন আগরতলা পুরনিগমের ডেপুটি মেয়র মণিকা দত্ত । তাছাড়া উপস্থিত ছিলেন রাজ্য সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির সদস্য অনামিকা রায় চৌধুরীও । ৩ টি বিভাগে এই বসে আঁকো প্রতিযোগিতায় মোট ২২৯ জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করে । তাদের সকলকে শংসাপত্র দেওয়া হয় । সমবেত আবৃত্তি প্রতিযোগিতায় দক্ষিণ অমরপুর টাউন উচ্চবিদ্যালয় , ঋষি কলোনী জেবি স্কুল , শিশুবিহার এইচ এস স্কুল সহ মোট ৭ টি বিভিন্ন সাংস্কৃতিক সংস্থার শিল্পীরা অংশগ্রহণ করেন । সমবেত আবৃত্তি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকলকে শংসাপত্র দেওয়া হয় । সমবেত আবৃত্তি প্রতিযোগিতায় রাজ্য সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির সদস্য সুব্রত চক্রবর্তী , স্বপ্না দাশগুপ্ত , বাচিক শিল্পী প্রণব সাহা , গোপা সেনগুপ্ত প্রমুখ উপস্থিত ছিলেন । এরপর শুরু হয় সমবেত সংগীত প্রতিযোগিতা । সমবেত সংগীত প্রতিযোগিতায় ১৭ টি দল অংশগ্রহণ করে । অংশগ্রহণকারী সকলকেই শংসাপত্র প্রদান করা হয় । অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা রতন বিশ্বাস , রাজ্য সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির সদস্য সুব্রত চক্রবর্তী প্রমুখ । ১৬১ তম রবীন্দ্র জন্মজয়ন্তী উপলক্ষে আজ সন্ধ্যায় রবীন্দ্র শতবার্ষিকী ভবনের ২ নং হলে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান । সাংস্কৃতিক অনুষ্ঠানে রাজ্যের বিশিষ্ট শিল্পী ও বিভিন্ন সাংস্কৃতিক সংস্থার শিল্পীদের দ্বারা একক সংগীত , সমবেত সংগীত , সমবেত নৃত্য , আবৃত্তি , নৃত্যনাট্য ও শ্রুতিনাটক পরিবেশিত হয় ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

20 + 18 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য