Thursday, December 4, 2025
বাড়িখবররাজ্যগাড়ির ধাক্কায় আহত ভবঘুরে মহিলা

গাড়ির ধাক্কায় আহত ভবঘুরে মহিলা

মাত্রাধিক গতি নিয়ে আসা এক গাড়ির ধাক্কায় আহত এক অজ্ঞাত পরিচয় ভবঘুরে মহিলা। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন চাকমাঘাট এলাকায় রবিবার দুপুর নাগাদ। ফুটপাত কিংবা কোন দোকানের বারান্দায় যাদের ঘর। কথার ও গরমিল।ছেঁড়া-ফোঁটা পোশাক পরিধানে যাদের জীবন। আর তাদের মৃত্যু কোন ডাস্টবিনে কোনায় , রাস্তার মোড়ে কিংবা ফুটপাতে। কুকুরদের সাথে ভাগাভাগি করে যারা পরিত্যক্ত খাবার খায়।দূর থেকে দেখলে বোঝা যায় তারা ভবঘুরে। তবে ভাগ্যের পরিহাসে তারা আজ ভবঘুরে।
আজ এই সভ্য সমাজে মানুষ মানুষের পরিচয় ভুলে গেছে। হারাতে বসেছে একশ্রেণীর মানুষ মানবিকতা। ভবঘুরে হলে কি হলো? তাদেরও তো একটা প্রাণ রয়েছে। শারীরিক আঘাতে কষ্ট হয়, ব্যথা তো হয় বটেই। তারা চাই অন্য অন্য মানুষদের মত বাঁচতে চায়।চাকমাঘাট এলাকার আসাম-আগরতলা জাতীয় সড়কের পাশ ধরে হাঁটছিল ভবঘুরে মহিলাটি। কিন্তু গাড়িতে থাকা চালক মানবিকতা হারিয়ে আচমকা পেছন দিক থেকে আসা একটি গাড়ির ধাক্কায় রাস্তার উপর ছিটকে পড়ে ভবঘুরে মহিলাটি। এলাকাবাসীরা খবর দেয় তেলিয়ামুড়ার দমকল বাহিনীর কর্মীদের। ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে আহত অবস্থায় ওই ভবঘুরে মহিলাকে উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসে দমকল কর্মীরা। বর্তমানে তার চিকিৎসা চলছে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে।।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

10 + six =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য