পশ্চিম ত্রিপুরা জেলায় পানীয়জল সরবরাহ প্রকল্পের ৩৫ টি পাম্প হাউসে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে । জেলার জিরানীয়া ও লেফুঙ্গা ব্লকে ৫ টি করে এবং পুরাতন আগরতলা ব্লকে ৪ টি , মান্দাই ব্লকে ২ টি , হেজামারা ব্লকে ১২ টি , বামুটিয়া ব্লকে ১ টি , মোহনপুর ব্লকে ৬ টি পাম্প হাউসে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয় । ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগমের দ্বিতীয় সার্কেল থেকে এই বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে । তাছাড়াও জলসেচ প্রকল্পেও জেলায় ১২ টি পাম্প হাউসে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে । এরমধ্যে মোহনপুর ব্লকে ৪ টি , হেজামার ব্লকে ৩ টি , মান্দাই ব্লকে ২ টি , লেফুঙ্গা , জিরানীয়া ও পুরাতন আগরতলা ব্লকে ১ টি করে পাম্প হাউসে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয় ।



