জাতীয় স্বাস্থ্য মিশনের অধীন রাষ্ট্রীয় বাল সুরক্ষা কার্যক্রমের অধীন ধর্মনগর স্বাস্থ্যকেন্দ্রের অন্তর্গত গত ৬ মে ইয়াকুব নগর অঙ্গনওয়াড়িকেন্দ্রের ছাত্রছাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা করা হয় । এই কর্মসূচিতে বিদ্যালয়ের মোট ৮৫ জন ছাত্রছাত্রীকে রাষ্ট্রীয় বাল সুরক্ষা কার্যক্রমের ডাঃ সঙ্গীতা চক্রবর্তী স্ক্রিনিং করেন । স্বাস্থ্যকর্মীরা উক্ত অনুষ্ঠানে উপস্থিত সকলকে এইচআইভি , টিবি ও কুষ্ঠ রোগের লক্ষণ এবং প্রতিরোধের উপায় নিয়ে আলোচনা করেন । তাছাড়া শিশু ও গর্ভবতী মায়েদের নিয়মিত টিকাকরণের গুরুত্ব , গর্ভবতী মায়েদের কমপক্ষে চারটি এএনসি চেকআপ নিশ্চিত করা , জননী ও শিশু সুরক্ষা কার্যক্রম প্রকল্প , আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধাসমূহ নিয়ে পরামর্শ প্রদান করেন । এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অঙ্গনওয়াড়িকর্মী ও আশাকর্মী । এছাড়াও গত ৬ মে পানিসাগর সামাজিক স্বাস্থ্যকেন্দ্রের অন্তর্গত ভাটি সলেনবাড়ি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রমের ডাঃ অভিনব ধর মোট ২৭ জন শিশুর স্ক্রিনিং করেন ও বিভিন্ন পরামর্শ প্রদান করেন । এছাড়াও স্বাস্থ্যকর্মীরা উক্ত অনুষ্ঠানে জননী ও শিশু সুরক্ষা কার্যক্রম , আয়ুষ্মান ভারত প্রকল্প নিয়ে উপস্থিত সকলকে অবহিত করেন । উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অঙ্গনওয়াড়িকর্মী ও আশাকর্মীরা । পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধক দপ্তর থেকে এক প্রেস রিলিজে এই সংবাদ জানানো হয়েছে ।



