উত্তর জেলার আওতাধীন কাঞ্চনপুর মহকুমা হাসপাতালের উদ্যোগে কাঞ্চনপুর ডাকবাংলোতে উত্তর জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের উপস্থিতিতে গত ৫ মে কোভিড -১৯ টিকাকরণের উপর কাঞ্চনপুর মহকুমা ভিত্তিক ব্লক টাস্ক ফোর্স কমিটির এক সভা অনুষ্ঠিত হয় । তাতে কাঞ্চনপুর মহকুমার বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রের ভারপ্রাপ্ত চিকিৎসক সহ এমপিএস ও অন্যান্য স্বাস্থ্যকর্মীরা অংশগ্রহণ করেন । এই সভায় কাঞ্চনপুর মহকুমায় একশ শতাংশ কোভিড -১৯ টিকাকরণের লক্ষ্যে বিস্তারিত আলোচনা করা হয় । উক্ত সভায় মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ অরুণাভ চক্রবর্তী ছাড়াও উপস্থিত ছিলেন কাঞ্চনপুর মহকুমা শাসক , উত্তর জেলার ডিপিও ও ডিএইও , বিডিও লালজুরি , দশদা , জম্পুই এবং কাঞ্চনপুর মহকুমা স্বাস্থ্য আধিআকরিক সহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক – শিক্ষিকাগণ । পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধক দপ্তর থেকে এক প্রেস রিলিজে এই সংবাদ জানানো হয়েছে ।



