রাজ্য সরকার রাজ্যবাসীর জীবনযাত্রার মানোন্নয়নে বিভিন্ন প্রকল্প রূপায়ণ করছে । বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়েছে । রাজ্যের সব অংশের মানুষের সার্বিক কল্যাণে সরকার কাজ করছে । কল্যাণপুরে ২ হাজার লিটার ক্ষমতা সম্পন্ন দুগ্ধ শীতলীকরণ কেন্দ্রের উদ্বোধন করে একথা বলেন সমবায় দপ্তরের মন্ত্রী রামপ্রসাদ পাল । কল্যাণপুর ব্লকের ডেয়ারি ডেভেলপমেন্ট জাতীয় প্রকল্পের আওতায় গোমতী কোঅপারেটিভ মিল্ক প্রডিউসার্স ইউনিয়নের উদ্যোগে এই কেন্দ্রটি নির্মাণ করা হয়েছে । উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধানসভার সরকারি মুখ্য সচেতক তথা বিধায়ক কল্যাণী রায় , বিধায়ক পিনাকী দাস চৌধুরী , কল্যাণপুর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সৌমেন গোপ , কল্যাণপুর বিএসির চেয়ারম্যান ইন্দ্রানী দেববর্মা , খোয়াই জিলা পরিষদের সহসভাধিপতি হরিশংকর পাল প্রমুখ । অনুষ্ঠানে সমবায় দপ্তরের মন্ত্রী রামপ্রসাদ পাল কল্যাণপুরে অনেক পরিবার প্রাণীপালন এবং দুগ্ধ ব্যবসার সাথে জড়িত । তাদের গাভীর অতিরিক্ত দুধ যাতে নষ্ট হয়ে না যায় তারজন্যই এই শীতলীকরণ কেন্দ্র নির্মাণ করা হয়েছে । বর্তমান সরকার মানুষের পাশে থেকে তাদের জীবনযাত্রার মানোন্নয়নে কাজ করছে । আজ এই কেন্দ্রটির উদ্বোধন তা আবার প্রমাণ করছে । অনুষ্ঠানে বিধায়ক পিনাকী দাস চৌধুরী এই এলাকার প্রাণীপালকদের কল্যাণে দুগ্ধ শীতলীকরণ কেন্দ্রটির প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন । অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য অতিথিগণও বক্তব্য রাখেন । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোমতী কোঅপারেটিভ ইউনিয়নের চেয়ারম্যান প্রবীর নাগ ।



