তেলিয়ামুড়া ব্লক অফিস প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয় । উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার সরকারি মুখ্য সচেতক কল্যাণী রায় , তেলিয়ামুড়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান যমুনা দাস রায় , ভাইস চেয়ারম্যান অপু গোপ , তেলিয়ামুড়া বিএসির চেয়ারম্যান পদ্ম কুমারী রাঙ্খল , মহকুমা বন আধিকারিক সুবীর কান্তি দাস , খোয়াই জিলা পরিষদের সদস্য সাবিত্রী বিশ্বাস , তেলিয়ামুড়া ব্লকের বিডিও শান্তনু বিকাশ প্রমুখ । অতিথিগণ তেলিয়ামুড়া ব্লক অফিস প্রাঙ্গণে চাপা , কামরাঙা , কৃষ্ণচূড়া প্রভৃতি বৃক্ষ রোপণ করেন । অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনায় বিধায়ক কল্যাণী রায় এই বৃক্ষরোপণ কর্মসূচির প্রশংসা করেন । তিনি যুব সমাজকে এ ধরনের বৃক্ষরোপণ কর্মসূচিতে এগিয়ে আসার আহ্বান জানান ।



