Wednesday, December 3, 2025
বাড়িখবররাজ্যবামুটিয়া ৩৩ কেভি বিদ্যুৎ সাব স্টেশনের ৭ টি পাওয়ার প্রজেক্টের উদ্বোধনে উপমুখ্যমন্ত্রী...

বামুটিয়া ৩৩ কেভি বিদ্যুৎ সাব স্টেশনের ৭ টি পাওয়ার প্রজেক্টের উদ্বোধনে উপমুখ্যমন্ত্রী বলেন আদর্শ ত্রিপুরা রাজ্য গড়ে তুলতে বিদ্যুৎ পরিষেবার উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে

উন্নয়ন কর্মসূচি রূপায়ণে মানুষের অংশগ্রহণ সুনিশ্চিত হলেই প্রকৃত উন্নয়ন সম্ভব হয় । রাজ্যের বর্তমান সরকার এই নীতি মেনে কাজ করে চলেছে । সরকার ও মানুষ একসাথে মিলে কাজ করলে উন্নয়নেও গতি আসে । এজন্যই রাজ্যে বিভিন্ন ক্ষেত্রে কাঙ্ক্ষিত সাফল্য আসছে । আজ বামুটিয়া ব্লকের অন্তর্গত বামুটিয়া ৩৩ কেভি বিদ্যুৎ সাব স্টেশনের নর্থ ইস্ট রিজিওনাল পাওয়ার সিস্টেম ইমপ্রুভমেন্ট প্রজেক্টের অধীন ৭ টি পাওয়ার প্রজেক্টের উদ্বোধন করে উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা একথা বলেন । তিনি বলেন , গ্রামের উন্নতি না হলে কখনোই সমাজের সার্বিক উন্নয়ন হতে পারে না । এজন্য রাজ্য সরকার গ্রাম ত্রিপুরার উন্নয়নের দিকে বিশেষ নজর দিয়েছে । গ্রামীণ অংশের মানুষের আর্থসামাজিক অবস্থার উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে । উন্নয়ন কথাটির সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যে পরিষেবাটি যুক্ত রয়েছে তা হচ্ছে বিদ্যুৎ । অনুষ্ঠানে উপমুখ্যমন্ত্রী বলেন , আদর্শ ত্রিপুরা রাজ্য গড়ে তুলতে বিদ্যুৎ পরিষেবার উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে । এই লক্ষ্যে গোটা রাজ্যেই বিভিন্ন সাব স্টেশন নির্মাণ করা হচ্ছে । যাতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ বজায় থাকে সেই লক্ষ্যে বিভিন্ন সাব স্টেশন নির্মাণ করা হচ্ছে । তিনি বলেন , বামুটিয়ায় ৩৩ কেভি সাব স্টেশনটির কাজ শুরু হয়েছিল ২০১৮ সালে । এটি নির্মাণে ব্যয় হয়েছে সাড়ে ৭ কোটি টাকা । এই সাব স্টেশনটি হওয়ার ফলে বামুটিয়া , গান্ধীগ্রাম , দুর্গাবাড়ি , কালীবাজার , তালতলা , ঝড়ঝড়িয়া এলাকার ৮ হাজার পরিবার উপকৃত হবে । তিনি বলেন , রাজ্যের বর্তমান সরকার ভোক্তাদের উপর যাতে চাপ না পড়ে সেজন্য বিদ্যুতের মাশুল এক টাকাও বাড়ায়নি । বিদ্যুৎ ব্যবস্থার উন্নয়নের জন্য বিশ্ব ব্যাঙ্ক এবং এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক থেকে অর্থের সংস্থান করা হয়েছে । তিনি বিদ্যুৎ অপচয় না করতে এবং সময় মতো বিদ্যুতের বিল দেওয়ার জন্য গ্রাহকদের প্রতি আহ্বান জানান । অনুষ্ঠানে এছাড়া বক্তব্য রাখেন বিধায়ক কৃষ্ণধন দাস , পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের সহকারি সভাধিপতি হরিদুলাল আচার্য , বামুটিয়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শীলা দাস সেন , মোহনপুর মহকুমার মহকুমা শাসক সুভাষ দত্ত । স্বাগত বক্তব্য রাখেন টিএসইসিএল – র ম্যানেজিং ডিরেক্টর দেবাশিস সরকার । ধন্যবাদসূচক বক্তব্য রাখেন পাওয়ার গ্রিডের সিনিয়র জেনারেল ম্যানেজার এস আই সিং ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

3 + seventeen =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য