স্বচ্ছ ভারত মিশন – গ্রামীণ প্রকল্পে গত অর্থবছরে সিপাহীজলা জেলায় ৩ হাজার ২৫৩ টি বিজ্ঞানসম্মত শৌচালয় নির্মাণের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছিল । এই কর্মসূচিতে জেলার ৭ টি ব্লকে এখন পর্যন্ত ১,০৩৯ টি শৌচালয় নির্মাণের কাজ শেষ হয়েছে । জেলার বিশালগড় , চড়িলাম , বক্সনগর , নলছড় , জম্পুইজলা , কাঁঠালিয়া ও মোহনভোগ ব্লকে শৌচালয়গুলি নির্মাণ করা হয়েছে । প্রতিটি শৌচালয় নির্মাণে ব্যয় হচ্ছে ১২ হাজার টাকা করে । সিপাহীজলা জেলার স্বচ্ছ ভারত মিশন – গ্রামীণ কার্যালয় থেকে এই সংবাদ জানানো হয়েছে ।



