জম্পুইজলা মহকুমা শাসকের সভাগৃহে এক অনুষ্ঠানে ৪৭ জনকে জমির পাট্টা দেওয়া হয় । প্রতি সুবিধাভোগীকে ৩ গন্ডা করে পাট্টা দেওয়া হয় । সুবিধাভোগীদের হাতে পাট্টার কাগজ তুলে দেন সিপাহীজলা জেলার জেলাশাসক বিশ্বশ্রী বি , বিধায়ক বীরেন্দ্র কিশোর দেববর্মা , বিধায়ক রামপদ জমাতিয়া । এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জম্পুইজলা মহকুমার মহকুমা শাসক সঞ্জিত দেববর্মা , জম্পুইজলা এসডিডব্লিউও মানিক চাকমা , ডিসিএম অভিজিৎ রিয়াং প্রমুখ ।



