আবারো প্রকাশ্য দিবালোকে এক ব্যক্তির বাইক নিয়ে চম্পট দিল চুর। প্রশ্ন উঠছে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। খবরে প্রকাশ, খোয়াইয়ের ধলা বিলের বাসিন্দা মুকুল দাস তার TR06 5926 নম্বরের বাইক নিয়ে শুক্রবার তেলিয়ামুড়া উত্তোলন সুপার মার্কেটের উপর অবস্থিত জেলা পরিবহন দপ্তরে নিজস্ব কাজে আসেন। বাইকটি নিচে রেখে উনি কাজ সেরে এসে লক্ষ্য করেন যে উনার বাইক টি উধাও।অনেক খুজাখুজি করেও বাইক এর টিকির লাগল পাওয়া যায় নি। খবর পেয়ে ছুটে আসে পুলিশ। কিন্তু এখনো চুরির কোনো কিনারা করতে পারেনি পুলিশ। এইদিকে যেই স্থান থেকে বাইক টি চুরি গেছে অর্থাৎ এই উত্তরন সুপার মার্কেটে রয়েছে জেলা পরিবহন কেন্দ্র সহ একটি ব্যাংক। এছাড়া এই স্থান থেকে কিছুদিন আগে এক ব্যক্তির কাছ থেকে ৬ লক্ষ টাকা লুট করে নিয়ে যাওয়ার মত ঘটনা ও প্রকাশ্যে এসেছিল। তাই এই জায়গায় নিরাপত্তা ব্যবস্থা আরো শক্ত করা দরকার বলে সকলের অভিমত। এখন দেখার বিষয় চুরি যাওয়া বাইকটি খুঁজে পেতে সক্ষম হয় কিনা পুলিশ, নাকি অন্য আরো চুরির ঘটনার মত ধামাচাপা পড়ে যায় এই ঘটনাটিও।।



