ঊনকোটি জেলাভিত্তিক তামাক নিয়ন্ত্রণ বিষয়ক কর্মশালা সম্প্রতি কৈলাসহর সার্কিট হাউসে অনুষ্ঠিত হয় । ভলেন্টিয়ারি হেলথ অ্যাসোসিয়েশন অব ত্রিপুরার উদ্যোগে এই কর্মশালার আয়োজন করা হয় । কর্মশালায় ঊনকোটি জেলাশাসক ও সমাহর্তা উত্তম কুমার চাকমা বলেন , এটা একটা সামাজিক সমস্যা । সার্বিকভাবে সকলকেই তামাক বর্জনে সচেতন করে তুলতে হবে । এছাড়া আলোচনায় অংশ নিয়ে টোবাকো কন্ট্রোল প্রোজেক্টের আধিকারিক জ্যোতির্ময় মজুমদার বলেন , তামাক ব্যবহার নিয়ন্ত্রণ করা সম্ভব । এজন্য সচেতনতামূলক প্রচার গ্রামস্তরের প্রত্যেক মানুষের কাছে নিয়ে যেতে হবে । কর্মশালার দ্বিতীয় পর্যায়ে কারিগরি বিষয়ক আলোচনা করেন এনটিসিপি ধলাই জেলার কনসালটেন্ট জেসন দেববর্মা ও ভিএইচএটি ঊনকোটি জেলার কো – অর্ডিনেটর দেবজিৎ সেন । কর্মশালায় বিভিন্ন দপ্তরের প্রতিনিধি , জনপ্রতিনিধি , স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধিগণ আলোচনায় অংশ নেন । কর্মশালায় উপস্থিত ছিলেন ঊনকোটি জিলা পরিষদের সহকারি সভাধিপতি শ্যামল দাস , মহকুমা স্বাস্থ্য আধিকারিক ডা . নৃপেন্দ্র দেববর্মা , ডেপুটি পুলিস সুপার কে কে কলই , জেলা শিক্ষা আধিকারিক প্রশান্ত কিলিকদার প্রমুখ ।



