গতকাল বিশালগড় মহকুমা হাসপাতালের অন্তর্গত গকুলনগর উন্মেষ অবাসিক বিদ্যালয়ে বিশ্ব হোমিওপ্যাথি দিবস ও স্যামুয়েল হ্যানিম্যানের জন্মদিবস উদযাপন করা হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহকুমা স্বাস্থ্য আধিকারিক ডাঃ জে এম দাস , আবাসিক বিদ্যালয়ের তত্বাবধায়ক জ্যোতির্ময় মজুমদার , ডাঃ সুখেন্দু দেবনাথ , ডাঃ শংকর আচাৰ্য্যসহ অন্যন্য হোমিওপ্যাথিক মেডিক্যাল অফিসার ও ফার্মাসিস্টগন ৷ অনুষ্টানে অতিথিরা বিশ্ব হোমিওপ্যাথি দিবস ও স্যামুয়েল হ্যানিম্যানের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচন করা হয়।পাশাপাশি একটি হোমিওপ্যাথি স্বাস্থ্য শিবিরেরও অয়োজন করা হয় । অবাসিক বিদ্যালয়ের ছাত্র – ছাত্রী এবং অন্যান্য কর্মকর্তা সহ মোট ৯০ জন স্বাস্থ্য পরিসেবা গ্রহন করেন । অনুষ্ঠান শেষে অতিথিগন আবাসিক বিদ্যালয়ের তত্বাবধায়কের হাতে চাল , ডাল , তেল , বিস্কুট , কেক তুলে দেন আধিকারিকগণ । জাতীয় স্বাস্থ্য মিশনের ত্রিপুরা শাখা থেকে এক প্রেস রিলিজে এই সংবাদ জানানো হয়েছে ।



