Thursday, July 3, 2025
বাড়িখবররাজ্যগোমতী জেলাভিত্তিক দিশা কমিটির সভা

গোমতী জেলাভিত্তিক দিশা কমিটির সভা

গোমতী জিলা পরিষদের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয় । সভায় সভাপতিত্ব করেন পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্রের সাংসদ রেবতী ত্রিপুরা । সভায় এমজিএনরেগা , প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা , প্রধানমন্ত্রী আবাস যোজনা ( গ্রামীণ / শহর ) , বিদ্যুৎ , মৎস্য , কৃষি , উদ্যান ও ভূমি সংরক্ষণ , বিদ্যালয় শিক্ষা , পূর্ত , পানীয়জল ও স্বাস্থ্যবিধান , জলসম্পদ , স্বাস্থ্য , ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশন , বন , সমাজকল্যাণ ও সমাজশিক্ষা , গ্রামোন্নয়ন , ব্যাঙ্ক সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকগণ তাদের স্ব স্ব দপ্তরের উন্নয়নমূলক কাজগুলির বাস্তবায়নের তথ্য তুলে ধরেন । সভায় এছাড়া উপস্থিত ছিলেন গোমতী জিলা পরিষদের সভাধিপতি স্বপন অধিকারী , বিধায়ক রামপদ জমাতিয়া , বিধায়ক বিপ্লব কুমার ঘোষ , বিধায়ক রঞ্জিৎ দাস , বিধায়ক সিন্ধু চন্দ্র জমাতিয়া , গোমতী জেলাশাসক রাভেল হেমেন্দ্র কুমার , অমরপুর নগরপঞ্চায়েতের চেয়ারম্যান বিকাশ সাহা , পঞ্চায়েত সমিতি এবং ব্লক উপদেষ্টা কমিটির চেয়ারম্যানগণ , উদয়পুর , অমরপুর এবং করবুক মহকুমা শাসকগণ , জেলার বিভিন্ন ব্লকের বিডিওগণ , জেলায় কর্মরত প্রত্যেকটি দপ্তরের আধিকারিকগণ । সভায় সাংসদ রেবতী ত্রিপুরা কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সমস্ত স্কিমকে যথা সময়ে শেষ করার জন্য সকলকে পরামর্শ দেন । এছাড়া সাংসদ রেবতী ত্রিপুরা এদিন গোমতী জেলা হাসপাতালে আয়োজিত অ্যাম্বুলেন্স প্রদান অনুষ্ঠানেও অংশগ্রহণ করেন । সেখানে তিনি ৪ টি অ্যাম্বুলেন্স গোমতী জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের হাতে তুলে দেন । গোমতী জেলা প্রশাসন এই চারটি অ্যাম্বুলেন্স ক্রয় করে স্টেট ডিজাস্টার রিলিফ ফান্ড থেকে । এতে মোট ব্যয় হয়েছে ৩১ লক্ষ ৪২ হাজার ৩৪৪ টাকা । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক রামপদ জমাতিয়া , গোমতী জেলাশাসক রাভেল হেমেন্দ্র কুমার সহ অন্যান্যরা ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

fifteen − seven =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য