পুর নিগম নির্বাচনের পূর্বে আগরতলা পুরো নিগম এলাকাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার প্রতিশ্রুতি মোতাবেক স্বচ্ছ ভারত যে কর্মসূচি সেই কর্মসূচির প্রধান হলো আমাদের রাজ্যের সাফাই কর্মীরা। তাই বুধবার রাজধানী আগরতলার রাধানগর রাধামাধব মন্দিরে স্বচ্ছ ভারত ও সাফাই কর্মীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, এলাকার কাউন্সিলর সান্তনা দাস, এবং 12 নম্বর ওয়ার্ড এলাকার মন্ডল সভাপতি হীরালাল দেবনাথ সহ অন্যান্যরা। এদিন মন্দির প্রাঙ্গণে স্বচ্ছ ভারত কর্মসূচীর অংশ হিসাবে মন্দিরের অঙ্গন পরিষ্কার করা হয় এবং পরে সাফাই কর্মীদের সংবর্ধনা প্রদানের মধ্য দিয়ে তাদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়। এদিন সংবাদমাধ্যমকে পুর নিগমের মেয়র দীপক মজুমদার জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্বচ্ছ ভারত মিশন এর যে ডাক সেই ডাকের প্রধান হলো সাফাই কর্মীরা সুতরাং সাফাই কর্মীদের সম্মান দেওয়ার উদ্দেশ্যে এই সংবর্ধনা প্রদান বলে জানান।



