পূর্ব ঘোষণা অনুযায়ী আবারো চাকরির দাবিতে মাঠে নামলো চাকরীচ্যুত 10323 শিক্ষক-শিক্ষিকারা। বুধবার 10323 শিক্ষক-শিক্ষিকারা রাজধানীর সিটি সেন্টারের সামনে ধর্নায় মিলিত হন এবং কর্মসূচিস্থল থেকে এক প্রতিনিধি দল শিক্ষাভবনে শিক্ষা অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান করেন। এদিন 10323 এক শিক্ষক সংবাদমাধ্যমকে জানান ইতিমধ্যে আর টি আই দিয়ে জানা গিয়েছে যে তাদের চাকুরী যায়নি এবং তারা টার্মিনেশন লেটার ও পায় নি সুতরাং তাদেরকে যে অবৈধভাবে বহিষ্কার করা হয়েছে চাকরি থেকে তা বলার বা বুঝার কোন রাস্তার বাকি নেই। তাই তাদের চাকরিতে পুনর্বহালের দাবি নিয়ে বুধবার রাজধানীর বুকে ধর্নায় বসেছেন বলে জানিয়েছেন। এদিনের কর্মসূচিতে 10323 শিক্ষক-শিক্ষিকাগণ এর উপস্থিতি ছিল লক্ষণীয়।



