বিশালগড় মহকুমায় প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনায় এক অনুষ্ঠানে ২০ টি পরিবারের হাতে বিনামূল্যে চাল তুলে দেওয়া হয় । বিশালগড় মহকুমা শাসকের কনফারেন্স হলে বিধায়ক বীরেন্দ্র কিশোর দেববর্মা এই অনুষ্ঠানের উদ্বোধন করেন । অনুষ্ঠানের উদ্বোধন করে বিধায়ক শ্রীদেববর্মা বলেন , কোভিড অতিমারীর সময়ে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনায় গরিব অংশের মানুষকে বিনামূল্যে চাল দেওয়া হয়েছে । এই প্রকল্প এখনও চালু আছে । এটি কেন্দ্রীয় সরকারের একটি বলিষ্ঠ পদক্ষেপ ৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশালগড় পুরপরিষদের চেয়ারপার্সন অঞ্জন পুরকায়স্থ , সিপাহীজলা জিলা পরিষদের সদস্য দিলীপ দেববর্মা , বিশালগড় পুরপরিষদের সদস্য রিংকু দাস , ভারপ্রাপ্ত মহকুমা শাসক ত্রিদীপ সরকার প্রমুখ । অনুষ্ঠানে অতিথিগণ সুবিধাভোগী ২০ টি পরিবারের হাতে চাল তুলে দেন । উল্লেখ্য , বিশালগড় মহকুমায় ন্যায্যমূল্যের দোকান থেকে এই যোজনায় ৬২০ মেট্রিকটন চাল দেওয়া হবে ।



