Wednesday, December 3, 2025
বাড়িখবররাজ্যদীনদয়াল উপাধ্যায় গ্রামজ্যোতি যোজনায় ৩৩ × ১১ কেভি বিদ্যুৎ সাবস্টেশনের উদ্বোধন উন্নয়ন...

দীনদয়াল উপাধ্যায় গ্রামজ্যোতি যোজনায় ৩৩ × ১১ কেভি বিদ্যুৎ সাবস্টেশনের উদ্বোধন উন্নয়ন কর্মসূচি নিয়ে সরকারই মানুষের কাছে যাচ্ছে : উপমুখ্যমন্ত্রী

মানুষকে সরকারের কাছে যেতে হবে না । উন্নয়ন কর্মসূচি নিয়ে সরকারই মানুষের কাছে যাচ্ছে । এই দৃষ্টিভঙ্গিতে এখন মানুষের কল্যাণে রাজ্যজুড়ে উন্নয়নের কর্মযজ্ঞ চলছে । আজ ফটিকরায়ের রাজনগর পঞ্চায়েতে কুমারঘাট ব্লকের ফটিকরায় এক্সটেনশন কাউন্টার , দীনদয়াল উপাধ্যায় গ্রামজ্যোতি যোজনায় ৩৩ × ১১ কেভি এবং ২ × ৫ এমভিএ বিদ্যুৎ সাবস্টেশন এবং কৃষক জ্ঞান কেন্দ্রের উদ্বোধন করে উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা একথা বলেন । তিনি বলেন , উন্নয়নের জন্য মানুষকে এখন আন্দোলন করতে হয় না । গত চার বছরে রাজ্যে মোট ৩৫ টি বিদ্যুৎ সাবস্টেশন তৈরি করা হয়েছে । এবছরের জুলাই মাসের মধ্যে মোট ৭০ টি বিদ্যুৎ সাবস্টেশন তৈরি করা হবে । মানুষকে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করার লক্ষ্যে এই সাবস্টেশনগুলি নির্মাণ করা হচ্ছে । তিনি বলেন , বর্তমান সরকার বিদ্যুতের মাশুল এক টাকাও বাড়ায়নি । বিদ্যুৎ ব্যবস্থার উন্নয়নের জন্য বিশ্ব ব্যাঙ্ক এবং এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক থেকে অর্থের সংস্থান করা হয়েছে । তিনি বলেন , শিক্ষা ব্যবস্থার উন্নয়নেও রাজ্যের বর্তমান সরকার অনেক কাজ করছে । বিভিন্ন উন্নয়ন কার্মকান্ডের জন্য কাউকে আন্দোলন করতে হয়নি । এটাই হচ্ছে জনতার সরকার , উন্নয়নমুখী সরকার । তিনি বলেন , ঊনকোটির মতো ছোট জেলাও চারটি জাতীয় সড়কের সাথে যুক্ত হবে । তা একটা সময়ে কেউ ভাবতে পারেনি । কৃষকদের আয় দ্বিগুণ করার লক্ষ্যেও নানা উদ্যোগ নেওয়া হয়েছে । অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহরায় বলেন , এই চার বছরে প্রতিটি ক্ষেত্রে বর্তমান সরকার উন্নয়নকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছে । কৃষকদের আয় দ্বিগুণ করার প্রধানমন্ত্রীর উদ্যোগকে বাস্তবায়ন করার লক্ষ্যে নিরলসভাবে কাজ করা হচ্ছে । এজন্য গতানুগতিক চাষ ব্যবস্থা থেকে বেরিয়ে এসে প্রযুক্তি ব্যবহার করে উৎপাদন বৃদ্ধির উপর জোর দেওয়া হয়েছে । এতে ফলও পাওয়া যাচ্ছে । তিনি বলেন , প্রতিটি প্রশাসনিক ব্লকে কৃষি মহকুমা করার পরিকল্পনা রয়েছে সরকারের । কৃষকদের সুবিধার জন্য ৮ টি জেলাতেই গোডাউন খোলা হয়েছে । সেগুলি থেকে কৃষকদের সার সরবরাহ করা হয় । তিনি বলেন , কৃষকদের পাশে দাঁড়াতে তাদের উৎপাদিত ফসল শুধু রাজ্যের বাইরে নয় বিদেশেও রপ্তানি করা হচ্ছে । অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শ্রমমন্ত্রী ভগবান চন্দ্র দাস বলেন , গত চার বছরে রাজ্যে উন্নয়নের ব্যাপক কর্মযজ্ঞ চলেছে । জাতি – জনজাতিদের উন্নয়নে প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রী নিরলসভাবে কাজ করছেন । ২ – এর পাতায় অনুষ্ঠানে এছাড়া বক্তব্য রাখেন বিষায়ক সুধাংশু দাস , কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের ভারপ্রাপ্ত অধিকর্তা দীপক দাস । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঊনকোটি জিলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস । উপস্থিত ছিলেন বিদ্যুৎ নিগমের জেনারেল ম্যানেজার ( ট্রান্সমিশন ) রঞ্জন দেববর্মা । স্বাগত বক্তব্য রাখেন জেলাশাসক ইউ কে চাকমা । সমাবেশে অতিথিগণ গত অর্থবর্ষ থেকে এবছরে এখন পর্যন্ত কুমারঘাট ব্লকের উন্নয়নের তথ্য সম্বলিত বই উন্মোচন করেন । উল্লেখ্য , বিদ্যুৎ সাব স্টেশন তৈরিতে মোট ব্যয় হয়েছে ৭ কোটি ৭২ লক্ষ টাকা । প্রকল্পের কাজ শুরু হয় ২০১৯ – এর ১ সেপ্টেম্বর । কাজের দায়িত্বে ছিল উত্তরপ্রদেশের আরকে ইন্ডাস্ট্রিজ ও এসআর চাড্ডা ইন্ডাস্ট্রিজ । এই সাবস্টেশন থেকে ফটিকরায় কৃষ্ণনগর , রাজনগর , ফটিকছড়া , গকুলনগর ইত্যাদি এলাকার প্রায় ৩,৫০০ বিদ্যুৎ ভোক্তাকে নিরবচ্ছিন্নভাবে বিদ্যুৎ সরবরাহ করা যাবে বলে জানানো হয় ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

1 × four =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য