বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র বাড়ি ফিরেছেন হাসপাতাল থেকে। রবিবারই ফেরেন তিনি। প্রায় দিন তিন-চার হাসপাতালে কাটিয়ে এখন তিনি অনেকটাই সুস্থ। ‘পিঠের মাংসপেশির টান’ কাটিয়ে বাড়ি ফিরেছেন তিনি।৮৬ বছরের বর্ষীয়ান অভিনেতা রবিবার ট্যুইটারে পোস্ট করে লেখেন, ‘বন্ধুরা আমি শিক্ষা পেয়ে গেছি।’ ভিডিওতে তাঁকে বলতে শোনা যায়, ‘বন্ধুরা কোনও কিছু প্রয়োজনের অতিরিক্ত করে ফেলো না। আমি করেছি। তার ফল ভোগ করলাম। পিঠের মাংসপেশিতে প্রচণ্ড টান। সেই কারণে দু-চারদিন হাসপাতালেরও সফর করতে হল। কঠিন ছিল। তবে আমি ফিরে এসেছি আপনাদের শুভকামনা ও তাঁর আশীর্বাদে। চিন্তা করবেন না। এখন আমি আরও বেশি সতর্ক থাকব। আপনাদের সকলের জন্য ভালবাসা।’
শ্যুটিংয়ে চোট পান ধর্মেন্দ্র
বলিউড সূত্রে খবর, চার দিন আগেই হাসপাতালে ভর্তি করতে হয়েছিল ধর্মেন্দ্রকে। শ্যুটিং করতে গিয়ে পিঠে চোট পান তিনি। যন্ত্রণা বাড়ায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
একাদিক ছবিতে কাজ করছেন ধর্মেন্দ্র
উল্লেখ্য, বর্তমানে ‘অপনে’ ছবির সিক্যুয়োলে কাজ করছেন ধর্মেন্দ্র। দুই ছেলে, সানি এবং ববি দেওলও রয়েছেন তাতে। পাশাপাশি সম্প্রতি বলিউডে অভিষেক ঘটেছে পৌত্র কর্ণ দেওলের। ছবিতে দেখা যাবে তাঁকেও। একই সঙ্গে আলিয়া ভট্ট এবং রণবীর সিংহ অভিনীত ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ ছবিতেও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন ধর্মেন্দ্র। ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে মুক্তি পাবে ছবিটি। ওই ছবিতে তাঁর বিপরীতে দেখা যাবে জয়া বচ্চনকে। প্রায় ৪৮ বছর পর এক সঙ্গে দেখা যাবে তাঁদের। শেষ বার ‘শোলে’ ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন তাঁরা।



