গত ২৯ এপ্রিল মরাছড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের অন্তর্গত ছোটসুরমায় এক যোগা শিবিরের আয়োজন করা হয় । শিবিরে আশাকর্মীগণ এবং ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে । শিবিরে স্বাস্থ্যকর্মীগণ তাদের স্বাস্থ্যের বিভিন্ন বিষয়ে এবং পুষ্টি নিয়ে সচেতন করেন । জাতীয় স্বাস্থ্য মিশনের ত্রিপুরা শাখা থেকে এক প্রেস রিলিজে এই সংবাদ জানানো হয়েছে ।



