আগামী ৭ মে থেকে ১৬ মে পর্যন্ত সাক্রম মেলার মাঠে বৈশাখী মেলা অনুষ্ঠিত হবে । ঐতিহ্যবাহী ১০ দিনব্যাপী সাক্রম বৈশাখী মেলায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে । সম্প্রতি সাক্রম মহকুমা তথ্য ও সংস্কৃতি কার্যালয়ে বৈশাখী মেলার সাংস্কৃতিক উপকমিটির বৈঠক অনুষ্ঠিত হয় । সাক্রম নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারপার্সন দীপক দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে এমডিসি কংজং মগ , সমাজসেবী শান্তিপ্রিয় ভৌমিক , আইসিও রূপক কুমার আচার্য সহ বিভিন্ন সাংস্কৃতিক সংস্থার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন । মেলায় প্রতিদিন সন্ধ্যা সাড়ে ৬ টা থেকে সাড়ে ৮ টা পর্যন্ত স্থানীয় শিল্পীরা পরে অন্যান্য মহকুমার শিল্পীগণ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন । মেলার মঞ্চে ৯ মে যথাযোগ্য মর্যাদায় রবীন্দ্র জন্মজয়ন্তী পালন করা হবে । ১৬ মে বুদ্ধ জন্মজয়ন্তী উপলক্ষে মেলায় বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে । সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়াও মেলার মঞ্চে কবি সম্মেলন , অঙ্কন প্রতিযোগিতা , নৃত্যনাট্য ও নাটক মঞ্চস্থ করা হবে ।



