Wednesday, December 3, 2025
বাড়িখবররাজ্যপশ্চিম ত্রিপুরা জেলার কৃষি বিষয়ক স্থায়ী কমিটির সভা

পশ্চিম ত্রিপুরা জেলার কৃষি বিষয়ক স্থায়ী কমিটির সভা

পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের সভাকক্ষে গত ৩০ এপ্রিল জিলা পরিষদের কৃষি বিষয়ক স্থায়ী কমিটির এক সভা অনুষ্ঠিত হয় । সভায় সভাপতিত্ব করেন স্থায়ী কমিটির সভাপতি সমরেশ বিশ্বাস । সভায় জলসম্পদ দপ্তরের ১ নং ডিভিশনের আধিকারিক জানান , জেলায় জলসেচের সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে উত্তোলক সেচ প্রকল্প ও গভীর নলকূপ সেচ প্রকল্পে ১৯২ টি কর্মসূচি রূপায়ণের কাজ চলছে । প্রধামন্ত্রী কৃষি সিঞ্চাই যোজনায় ২০২১-২২ অর্থবছরে ১৪০ টি এস বি টি ডাব্লু স্কীমের মধ্যে ১৩ ১ টি খননের কাজ সম্পন্ন হয়েছে । কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের আধিকারিক জানান , পশ্চিম জেলায় ২০২১২২ অর্থবছরে অতি বৃষ্টিতে যাদের ফসল নষ্ট হয়েছে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনায় সেই ক্ষতিগ্রস্থ কৃষকদের মোট ১৮ লক্ষ ১১ হাজার ২৫০ টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়েছে । খারিফ মরশুমে ২০২১-২২ অর্থবছরে মুখ্যমন্ত্রী ফসলবীমা যোজনায় পশ্চিম জেলায় বিভিন্ন কৃষি মহকুমায় মোট ২৮,৫৫৭ জন কৃষক বীমার আওতায় এসেছেন । এরফলে ৪১১৬.৫১ হেক্টর জমি বীমার আওতায় আনা হয়েছে । এছাড়া ২০২১-২২ অর্থবছরে রবি মরশুমে পশ্চিম জেলার মোট ৮,৩৩৫ জন কৃষক বীমার আওতায় এসেছেন এবং ১৩৩৩.৬ হেক্টর জমি বীমার আওতায় এসেছে । এরফলে মোট ৮৩,৮৬০ টাকা প্রিমিয়াম জমা পড়েছে । পশ্চিম জেলায় সহায়ক মূল্যে ১২৬১.৪৪২ মেট্রিকটন ধান ক্রয় করা হয়েছে । এতে ২ কোটি ৩৫ লক্ষ ৬৪ হাজার টাকা ব্যয় হয়েছে এবং ৮৭৮ জন কৃষক উপকৃত হয়েছেন । উদ্যান ও ভূমি সংরক্ষন দপ্তরের আধিকারিক জানান , মুখ্যমন্ত্রী স্বনির্ভর পরিবার যোজনায় ২০২২-২৩ অর্থবছরে মোট ২৫,৪০৫ টি পরিবারকে পেঁপে , সুপারি , লেবু গাছের চারা এবং সবজি বীজ দেওয়া হবে । ২০২২-২৩ অর্থবছরে এমজিএন রেগা প্রকল্পে ১৫২ , ১০ হেক্টর জমিতে ড্রাগন , সুপারি , লেবু ও মোসাম্বী চাষের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে । এছাড়া মুখ্যমন্ত্রী পুষ্প উদ্যান প্রকল্পে ২০২২-২৩ অর্থবছরে ৬০ হেক্টর গাদা , ১৪ হেক্টর গ্ল্যাডিওলাস , ১৪ হেক্টর রজনীগন্ধা ও ৮.৪ হেক্টর গোলাপ ফুল চাষের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে । মৎস্য দপ্তরের আধিকারিক জানান , মুখ্যমন্ত্রী স্বনির্ভর পরিবার যোজনায় ২০২১-২২ অর্থবছরে ৭,৮২৫ জন মৎস্যচাষীকে মাছের পোনা দেওয়া হয়েছে । ২০২২-২৩ অর্থবছরে ৫,৮৬৯ জন মৎস্যচাষীকে মৎস্যচাষে সহায়তা করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে । ২০২১-২২ অর্থবছরে ১৯২ টি প্রাণী স্বাস্থ্য শিবির , ৮৫৯ টি টিকাদান শিবির , ৩৫১ টি সচেতনতা শিবির অনুষ্ঠিত হয় । সভায় পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের সভাধিপতি অন্তরা সরকার দেব , সহকারী সভাধিপতি হরিদুলাল আচার্য সহ কমিটির অন্যান্য সদস্যগণ এবং বিভিন্ন দপ্তরের আধিকারিকগণ উপস্থিত ছিলেন ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

five × 4 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য