২০২১-২২ অর্থবছরে সাব্রুম মহকুমার রূপাইছড়ি ব্লকে ৩ হাজার ৮০০ জন কৃষককে প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনার আওতায় আনা হয়েছে তাছাড়া এই ব্লকে এখন পর্যন্ত কিষাণ ক্রেডিট কার্ড পেয়েছেন ৬১২ জন । রূপাইছড়ি কৃষি তত্ত্বাবধায়ক কার্যালয় থেকে এই সংবাদ জানানো হয়েছে ।



