কৈলাসহর পুর পরিষদ এলাকায় ৭ দিনের টুয়েপের কাজ শুরু হয়েছে । পুর এলাকার ১,৪৪৮ জন শ্রমিক এতে উপকৃত হবেন । মোট ১০,১৩৬ শ্রমদিবসের কাজ সৃষ্টি হবে । এতে ব্যয় হবে মোট ১৮ লক্ষ ৭৫ হাজার ১৬০ টাকা । কৈলাসহর পুর পরিষদের ভাইস চেয়ারপার্সন নীতিশ দে এই সংবাদ জানান ।



