Wednesday, December 3, 2025
বাড়িখবররাজ্যমহিলাদের স্বশক্তিকরণে রাজ্য ও কেন্দ্রীয় সরকার প্রথম থেকেই গুরুত্ব দিয়েছে বললেন উপমুখ্যমন্ত্রী

মহিলাদের স্বশক্তিকরণে রাজ্য ও কেন্দ্রীয় সরকার প্রথম থেকেই গুরুত্ব দিয়েছে বললেন উপমুখ্যমন্ত্রী

মহিলাদের স্বশক্তিকরণে রাজ্য ও কেন্দ্রীয় সরকার প্রথম থেকেই গুরুত্ব দিয়েছে । সরকারি অতিথিশালার কনফারেন্স হলে উত্তর – পূর্ব উৎসব উপলক্ষে আয়োজিত সাংবাদিক সম্মেলনে একথা বলেন উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা । উল্লেখ্য , আজ রবীন্দ্র শতবার্ষিকী ভবনে ডোনার , এনইসি , টিআরএলএম , সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের যৌথ উদ্যোগে আজাদি কা অমৃত মহোৎসবের অঙ্গ হিসাবে উত্তর – পূর্ব উৎসব আয়োজিত হয় । কর্মসূচির থিম হল উত্তর – পূর্বাঞ্চলের উন্নয়নে মহিলাদের ভূমিকা । সাংবাদিক সম্মেলনে উপমুখ্যমন্ত্রী আরও বলেন , এই কর্মসূচি গত ২৮ এপ্রিল , ২০২২ থেকে শুরু হয়েছে । উত্তর – পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যে এই উপলক্ষে বিভিন্ন থিমকে ভিত্তি করে বিভিন্ন অনুষ্ঠান আয়োজিত হচ্ছে । ৪ মে গুয়াহাটিতে সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ । তিনি আরও বলেন , রাজ্য সরকার মহিলাদের স্বশক্তিকরণে নীতিগতভাবে বিভিন্ন সিদ্ধান্ত নিয়েছে । ইতিমধ্যে রাজ্যের যেকোন ধরণের চাকুরির ক্ষেত্রে মহিলাদের ৩৩ শতাংশ সংরক্ষণ , উচ্চশিক্ষায় মোট সুদের হার থেকে ৩ শতাংশ কম করা , মহিলাদের ব্যবসার জন্য সরকারি মার্কেট স্টল বন্টনের ক্ষেত্রে ৫০ শতাংশ সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে । এছাড়াও ১ টি ১০০ শয্যার মা ও শিশুর জন্য সুপার স্পেশালিটি হাসপাতাল , ৩ টি বৃদ্ধাশ্রম , ৪ টি মহিলা হোস্টেল তৈরি করার উদ্যোগ নেওয়া হয়েছে । তাছাড়াও প্রতিটি থানায় হেল্প ডেস্ক খোলা , মহিলাদের সুরক্ষার জন্য নির্ভয়া ফান্ড , মানসিক হাসপাতাল ইত্যাদি চালু করার ব্যাপারেও উদ্যোগ নেওয়া হয়েছে । সাংবাদিক সম্মেলনে উপমুখ্যমন্ত্রী আরও জানান , বর্তমান সরকারের আমলে স্বসহায়ক দলের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৩,৯২৬ টি । যা পূর্বতন সরকারের আমলে ছিল মাত্র চার হাজার । এছাড়াও ২০১৮-১৯ থেকে ২০২১-২২ অর্থবছরে এসব স্বসহায়ক দলগুলিকে ৪০৮.০৮ কোটি টাকা ঋণ দেওয়া হয়েছে । তাদেরকে ৭ দিনের মধ্যে ঋণ দেওয়ার ব্যবস্থা করা যায় কিনা সেদিকেও গুরুত্ব দেওয়া হয়েছে । উল্লেখযোগ্য বিষয় মহিলা পরিচালিত স্বসহায়ক দলগুলোর এনপিএ হার মাত্র ১.৮৪ শতাংশ । এরথেকে স্বসহায়ক দলের সদস্যদের কর্তব্যবোধ এবং ব্যবসায়িক সাফল্যকে অনুধাবন করা যায় । ফলে ব্যাঙ্কগুলো তাদেরকে ঋণ দেওয়ার ক্ষেত্রে বিশেষ উৎসাহিত হচ্ছেন । সাংবাদিকদের প্রশ্নের উত্তরে উপমুখ্যমন্ত্রী আরও জানান , স্বসহায়ক দলের উৎপাদিত সামগ্রীর রাজ্য ও বহিরাজ্যে বাজারজাতকরণে সরকার একাধিক পদক্ষেপ নিচ্ছে । রাজ্যকে নেশামুক্ত করার সংক্রান্ত সাংবাদিকের প্রশ্নের উত্তরে উপমুখ্যন্ত্রী বলেন , সমাজ এবং প্রশাসনের যৌথ উদ্যোগে এই সমস্যা থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব । এইক্ষেত্রে মায়েদের ভূমিকা অতন্ত্য গুরুত্বপূর্ণ । তাছাড়াও নেশার কুপ্রভাব সম্পর্কে যুবসমাজকে সচেতন ও শিক্ষিত করার মাধ্যমে এই সামাজিক ব্যাধি থেকে নিস্তার পাওয়া সম্ভব । এক্ষেত্রে রাজ্য সরকার আন্তরিকভাবে বিভিন্ন কর্মসূচি নিয়ে চলছে । সাংবাদিক সম্মেলনে টিআরএলএম – এর মুখ্য কার্যনির্বাহী আধিকারিক ড . বিশাল কুমার বলেন , রিসাকে আন্তর্জাতিক পরিচিতি দেওয়ার লক্ষ্যে জিআই ট্যাগিং করানোর উদ্যোগ নেওয়া হয়েছে । এক্ষেত্রে আগামী জুন মাসের মধ্যে কেন্দ্রীয় সরকারের কাছে এই সম্পর্কিত প্রয়োজনীয় নথিপত্র জমা দেওয়া হবে । তাছাড়াও স্বসহায়ক দলের সামগ্রীগুলির বাজারজাত করার লক্ষ্যে পণ্যের গুণগতমান বৃদ্ধি এবং প্রচারের উপর বিশেষ জোর দেওয়া হচ্ছে । তিনি আশা প্রকাশ করেন আগামী এক দুই বছরের মধ্যেই এর সুফল লক্ষ্য করা যাবে । সাংবাদিক সম্মেলনে এছাড়াও উপস্থিত ছিলেন সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের উপঅধিকর্তা রূপক ভট্টাচার্য ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

eighteen − 8 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য