Wednesday, December 3, 2025
বাড়িখবররাজ্যউত্তর - পূর্বের উন্নয়নে নারীদের ভূমিকা শীর্ষক আলোচনাচক্রে উপমুখ্যমন্ত্রী বলেন নরেন্দ্র...

উত্তর – পূর্বের উন্নয়নে নারীদের ভূমিকা শীর্ষক আলোচনাচক্রে উপমুখ্যমন্ত্রী বলেন নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর উত্তর – পূর্বের উন্নয়নে অগ্রাধিকার দেওয়া হয়েছে

পরিবারে কোন সমস্যা দেখা দিলে বা সমাজে সমস্যা দেখা দিলে তার সমাধানে মহিলারাই প্রথমে এগিয়ে আসেন । রাজ্যের ও দেশের অগ্রগতিতে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে মহিলাদের মতামতকে প্রাধান্য দেওয়া উচিত । এভাবে মহিলাদের স্বশক্তিকরণ করাও সম্ভব হবে । আজ রবীন্দ্র শতবার্ষিকী ভবনের মিলনায়তনে উত্তর – পূর্ব উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে একথাগুলি বলেন উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা । উত্তর – পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রকের সহায়তায় গ্রামোন্নয়ন এবং সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় । উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা , কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন দপ্তরের প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক , সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের মন্ত্রী সান্ত্বনা চাকমা , পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের সভাধিপতি অন্তরা সরকার দেব , রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন বর্ণালী গোস্বামী প্রমুখ অতিথিগণ এই উৎসবের উদ্বোধন করেন । আজাদি কা অমৃত মহোৎসবের অঙ্গ হিসাবে উত্তর – পূর্ব উৎসবের আয়োজন করা হয়েছে । উত্তর – পূর্বের প্রতিটি রাজ্যেই এই উৎসব অনুষ্ঠিত হচ্ছে । আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত আজ এই অনুষ্ঠানে আলোচনার মূল বিষয়বস্তু ছিল , ‘ উত্তর – পূর্বের উন্নয়নে নারীদের ভূমিকা ‘ । বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের জন্য উত্তর – পূর্বের আট রাজ্যের তিন জন করে মহিলাকে সংবর্ধনা প্রদান করা হয় । আমাদের রাজ্য থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে লেখিকা ক্রাইরি মগ চৌধুরী , জিমন্যাস্ট অস্মিতা পাল এবং প্রিয়াঙ্কা ভৌমিককে । প্রত্যেক রাজ্য থেকে একজন তাদের কাজের অভিজ্ঞতার কথা সবার সামনে তুলে ধরেন । আজ এই অনুষ্ঠান মঞ্চে রাজ্যের বিভিন্ন দপ্তরের মহিলা আধিকারিক ও কর্মচারীদেরও সংবর্ধনা দেওয়া হয় তাদের কর্মক্ষেত্রে উল্লেখযোগ্য কাজের জন্য । অতিথিগণ তাদের স্মারক ও মানপত্র দিয়ে সংবর্ধনা জানান । উল্লেখ্য , উত্তর – পূর্ব রাজ্যগুলিতে এই উৎসব শুরু হয়েছে গত ২৮ এপ্রিল থেকে । সমাপ্তি হবে ৪ মে । সেদিন গুয়াহাটিতে উত্তর – পূর্ব উৎসবের সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ । অনুষ্ঠানের মূল ভাবনার উপর আলোচনা করতে গিয়ে উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা বলেন , দেশভাগের পর দীর্ঘ বছর উত্তর – পূর্বাঞ্চল উপেক্ষিত ছিল । দেশের মূল ভূখন্ড থেকে বিচ্ছিন্ন ছিল । নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর উত্তর – পূর্বের রাজ্যগুলির অবস্থার দ্রুত পরিবর্তন হতে শুরু করে । উত্তর – পূর্বের রাজ্যগুলির উন্নয়নে অগ্রাধিকার দেওয়া হয় । বিচ্ছিন্নতাবাদী তৎপরতার কারণে এই অঞ্চল এক সময় ক্ষতিগ্রস্থ হয়েছে । সবথেকে বেশি ক্ষতি হয়েছে এই অঞ্চলের নারীদের । উপমুখ্যমন্ত্রী বলেন , রাজ্যের নারীদের ক্ষমতায়নে রাজ্য সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়ে কাজ করছে । সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে মহিলারা অংশগ্রহণ করছেন । মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর করতে মহিলা স্বসহায়ক দল গঠন করা হচ্ছে । বর্তমানে রাজ্যে ৩৩ হাজার ৯২৬ টি মহিলা পরিচালিত স্বসহায়ক দল রয়েছে । তাতে যুক্ত আছেন ৩ লক্ষ ৮ হাজার মহিলা সদস্যা । নারীদের স্বশক্তিকরণে রাজ্য সরকারের বিভিন্ন পরিকল্পনা রূপায়ণের কথা বলতে গিয়ে সরকারি চাকরিতে মহিলাদের জন্য ৩৩ শতাংশ সংরক্ষণের কথাও তিনি তুলে ধরেন । ২ য় পাতায় উপমুখ্যমন্ত্রী বলেন , প্রধানমন্ত্রী সঠিকভাবেই বলেছেন , দেশের অর্ধেক মানুষকে অর্থাৎ মহিলাদের পিছিয়ে রেখে দেশ এগিয়ে যেতে পারে না । রাজ্য সরকারও সেই দিশাতেই কাজ করছে । অনুষ্ঠানে বিভিন্ন স্বসহায়ক দলের ৫০ জন মহিলার সাফল্যের কথা সম্বলিত একটি পুস্তিকার আবরণ উন্মোচন করেন অতিথিগণ । আলোচনায় অংশ নিয়ে সমাজকল্যাণ ও সমাজশিক্ষা মন্ত্রী সান্ত্বনা চাকমা বলেন , নারীদের অধিকার রক্ষায় , আর্থ সামাজিক অবস্থার উন্নতিতে , নারী স্বশক্তিকরণে রাজ্য সরকার বিভিন্ন পরিকল্পনা রূপায়ণ করছে । প্রসঙ্গক্রমে তিনি সমাজ কল্যাণ দপ্তরের বিভিন্ন কাজের কথা তুলে ধরেন । নেশামুক্ত ত্রিপুরা গঠনে নারীদের আরও বেশি করে এগিয়ে আসার আহ্বান জানান সমাজকল্যাণ মন্ত্রী । আলোচনায় অংশ নিয়ে কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক বলেন , মহিলারা শক্তিশালী হলে একটি পরিবার , পঞ্চায়েত , রাজ্য , দেশ শক্তিশালী হয় । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারতের নারীদের উন্নয়নে , স্বশক্তিকরণে , অধিকার রক্ষায় কাজ করছেন । তিনি দায়িত্ব নেওয়ার পর উত্তর – পূর্বাঞ্চল নতুন দিশায় এগিয়ে চলেছে । তিনি মহিলাদের কল্যাণে বিভিন্ন প্রকল্প রূপায়ণ করছেন । এ প্রসঙ্গে তিনি উজ্জ্বলা যোজনায় রান্নার গ্যাস সংযোগ দেওয়ার কথা তুলে ধরেন । তিনি জানান , রান্না করার সময় ধোঁয়ায় অনেক মহিলা নানা অসুখে ভোগেন । গ্যাস ব্যবহার করে রান্না করার জন্য মা বোনেরা প্রায় ১৩ শতাংশ অসুখ থেকে নিষ্কৃতি পেয়েছেন । দেশে প্রায় ১২ কোটি শৌচালয় তৈরি করা হয়েছে । ২০২৪ সালের মধ্যে প্রতিটি ঘরে পাইপলাইনের মাধ্যমে পানীয়জল পৌঁছে দেওয়ার কাজ চলছে । তিনি বলেন , দেশের মানুষের জন্য যত পরিকল্পনা বা প্রকল্প রূপায়ণ করা হচ্ছে তার ৫০ শতাংশই মহিলাদের কল্যাণে করা হচ্ছে । তিনি বলেন , মহিলাদের স্বশক্তিকরণে জনধন যোজনা একটি উল্লেখযোগ্য পদক্ষেপ । সারা দেশে যে ৪৪ কোটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা হয়েছে তার প্রায় ৫৬ শতাংশ অ্যাকাউন্ট মহিলারা খুলেছেন । প্রধানমন্ত্রী বলেছেন , নারীরা আত্মনির্ভর হলে ভারতও সামনের দিকে এগিয়ে যাবে । কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বলেন , নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর গত ৮ বছরে ৫০ বার উত্তর – পূর্বাঞ্চল সফর করেছেন । এর আগে কোন প্রধানমন্ত্রী তা করেননি । তাতেই প্রমাণিত প্রধানমন্ত্রী এই অঞ্চলের উন্নয়নে কতটা আগ্রহী । উত্তর – পূর্বাঞ্চলকে তিনি বলেছেন ভারতের ইঞ্জিন । তিনি বলেন , আমাদের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব প্রধানমন্ত্রীর মার্গ দর্শনেই কাজ করে চলেছেন । গত চার বছরে ত্রিপুরা বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে চলেছে । ত্রিপুরা এখন সারা দেশে পরিচিতি পেয়েছে । আজ এই অনুষ্ঠানে আট রাজ্যের যে নারীদের সম্মানিত করা হয় তাদের তিনি উষ্ণ অভিনন্দন জানান । অনুষ্ঠানে বক্তব্য রাখেন , রাজ্যের ভারপ্রাপ্ত মুখ্যসচিব জে কে সিনহা । তিনি আলোচনায় বিশেষ করে করোনা টিকাকরণে মহিলা স্বাস্থ্যকর্মীদের কথা এবং করোনা সংক্রমিতদের চিকিৎসায় মহিলা চিকিৎসক , স্বাস্থ্য কর্মীদের উল্লেখযোগ্য অবদানের কথা তুলে ধরেন । আলোচনায় অংশ নেন ডোনার মন্ত্রকের যুগ্ম সচিব হরপ্রীত সিং , উত্তর – পূর্বাঞ্চল পর্ষদের সদস্য এয়ার মার্শাল অঞ্জন কুমার গোগই । সবাইকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন পরিকল্পনা ও সমন্বয় দপ্তরের সচিব অপূর্ব রায় । ধন্যবাদসূচক বক্তব্য রাখেন পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক দেবপ্রিয় বর্ধন ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

14 − 6 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য