এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে সর্বভারতীয় শ্রমিক সংগঠন ‘ভারতীয় জনতা মজদুর সেল’ -এর উদ্যোগে রবিবার তেলিয়ামুড়া কমিউনিটি হলে এক সভা অনুষ্ঠিত হয়। এদিনের এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়, কল্যাণপুর-প্রমোদনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক পিনাকি চৌধুরী, B.J.M.C -র রাজ্য সভাপতি সুভাস সরকার, B.J.M.C -র রাজ্য সম্পাদক সুজিৎ সাহা, কৃষ্ণপুর মন্ডল সভাপতি টুটন দেব সহ অন্যান্য শ্রমিক নেতারা। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত শ্রমিক নেতৃত্বরা নিজ ভাষণে বর্তমান রাজ্য সরকারের প্রশংসায় মুখর ছিলেন। তার পাশাপাশি রাজ্যে বর্তমান উন্নয়নমুখী বিজেপি সরকারকে আগামী দিন আরো শক্তিশালী করার লক্ষে খোয়াই জেলা -তে ‘ভারতীয় জনতা মজদুর সেলের’ জেলা কমিটি গঠনের মধ্য দিয়ে এবং শ্রমিকদের স্বার্থে খোয়াই জেলাতে সংগঠন প্রতিনিয়ত কাজ করবে বলে উপস্থিত নেতৃত্বরা বলেছেন। তাছাড়া বিগত বাম সরকারের বিভিন্ন শ্রমিক বিরোধী কার্যকলাপেরও তীব্র সমালোচনা করেন নেতৃত্বরা। ‘ভারতীয় জনতা মজদুর সেল’ -এর এদিনের এই সভাকে কেন্দ্র করে শ্রমিকদের উপস্থিতি ছিল লক্ষণীয়।।



