গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘হিরোপন্তি ২’ এবং ‘রানওয়ে ৩৪’ । একদিকে টাইগার শ্রফ, তারা সুতারিয়া এবং নওয়াজউদ্দিন সিদ্দিকির জমজমাট অ্যাকশন ছবি। অন্যদিকে, অজয় দেবগন, রকুলপ্রীত সিংহ এবং অমিতাভ বচ্চনের মস্তিষ্কের খেলা। বক্স অফিস কাঁপাতে দুই বলিউড ছবি মুক্তি পেয়েছে। দুটি ছবি মুক্তির আগে থেকেই দর্শকদের উত্তেজনা ছিল চরমে। আর তার প্রভাব পড়ল ছবি মুক্তি পেতেই বক্স অফিসে। প্রথমদিন কত টাকার ব্যবসা করল টাইগার শ্রফের ‘হিরোপন্তি ২’ এবং অজয় দেবগনের ‘রানওয়ে ৩৪’?এই বছর প্রথমবার ইদের দিন মুক্তি পেয়েছে টাইগার শ্রফের ছবি। স্বাভাবিকভাবেই ছবি মুক্তির আগে থেকেই উচ্ছ্বসিত ছিলেন অভিনেতা। তবে, প্রত্যাশা অনেক থাকলেও প্রথম দিনের ব্যবসা ততটাই আশানুরূপ হয়নি বলেই জানা গিয়েছে। বিভিন্ন সূত্রে খবর প্রথম দিন টাইগার শ্রফ, তারা সুতারিয়া অভিনীত ‘হিরোপন্তি ২’ ব্যবসা করেছে ৬.২৫ কোটি টাকার। তবে, সপ্তাহের শেষ দুই দিনের ব্যবসার দিকে তাকিয়ে নির্মাতা থেকে ট্রেড অ্যানালিস্টরা।
অন্যদিকে অমিতাভ বচ্চন এবং রকুলপ্রীত সিংহের সঙ্গে ছবি নিয়ে এসেছিলেন অজয় দেবগন। ‘রানওয়ে ৩৪’ ছবিটিতে শুধুমাত্র অজয় দেবগন অভিনয়ই করেননি, তার সঙ্গে পরিচালনা এবং প্রযোজনাও করেছেন। কিন্তু বক্স অফিসে প্রথমদিন খুব একটা ভালো প্রভাব ফেলতে পারেনি এই ছবিও। অনেক প্রত্যাশা জাগিয়েও প্রথমদিন মাত্র ৩ কোটি টাকার ব্যবসা করেছে ‘রানওয়ে ৩৪’। জানা গিয়েছে এমনটাই।
বক্স অফিসে রাজত্ব করছে যে ছবিগুলি-
বক্স অফিসে এই মুহূর্তে রাজত্ব করছে ‘কেজিএফ চ্যাপ্টার টু’, ‘আরআরআর’-এর মতো ছবি। দুটি ছবিই ইতিমধ্য়েই ১০০ কোটি টাকার ব্যবসা পেরিয়ে অনেকদূর এগিয়ে গিয়েছে। সেখানে সদ্য মুক্তিপ্রাপ্ত দুটি বলিউড ছবি বক্স অফিসে সেভাবে দাগ কাটতে পারল না। যদিও নির্মাতারা আশা করছেন সপ্তাহান্তে দুটি ছবিরই ব্যবসা ভালো হবে।



