Wednesday, December 3, 2025
বাড়িখবরলাইফ স্টাইলবেলাশুরুর ট্রেইলারের মুক্তি তে শ্রদ্ধাঞ্জলি দেওয়া হলো সৌমিত্র চট্টোপাধ্যায় এবং স্বাতীলেখা সেনগুপ্ত...

বেলাশুরুর ট্রেইলারের মুক্তি তে শ্রদ্ধাঞ্জলি দেওয়া হলো সৌমিত্র চট্টোপাধ্যায় এবং স্বাতীলেখা সেনগুপ্ত কে

ট্রেলার মুক্তির সকালে, উইন্ডোজের অফিস তখন ভরে উঠেছে অতিথি, বন্ধু, কলাকুশলীদের আগমনে। হাজির হয়েছে গোটা টিম ‘বেলাশুরু’। কেবল ফাঁকা দুটি চেয়ার। তার একটায় লেখা সৌমিত্র চট্টোপাধ্যায়, অন্যদিকে স্বাতীলেখা সেনগুপ্ত।

শূন্য চেয়ার1

আজ মুক্তি পেল ‘বেলাশুরু’-র ট্রেলার। আর সেই ট্রেলার জুড়ে সৌমিত্র চট্টোপাধ্যায় ও স্বাতীলেখা সেনগুপ্তের সেই অমলিন রসায়ন মুক্তি পেল, মন ছুঁয়ে গেল দর্শকদের। ট্রেলার মুক্তি নিয়ে শিবপ্রসাদ মুখোপাধ্যায় বললেন, ‘প্রায় আড়াই বছর অপেক্ষার পরে আমি আর নন্দিতাদ বেলাশেষে-র আরেক প্রেমের সিক্যুয়াল বেলাশুরু নিয়ে আসছি। স্বাতীলেখা সেনগুপ্ত আর সৌমিত্র চট্টোপাধ্যায় আমাদের মধ্যে নেই। তবে এই ছবির মধ্যে দিয়েই আমরা তাঁদের স্মরণ করব। ওঁদের না থাকার মধ্যেই আমরা ওঁদের থাকাকে অনুভব করব।’

আজ সৌমিত্র-স্বাতীলেখার সেই চেয়ারকে ঘিরে দাঁড়িয়ে ছবিও তোলেন কলাকুশলীরা। চেয়ারের সামনে রাখা হয় জুঁইফুলে ভরা পাত্র। ফুলের সুবাসে মিশে যায় মনখারাপ। না থাকার শূন্যতা।

ঋতুপর্ণা সেনগুপ্ত। মনামী ঘোষ , অনিন্দ্য চট্টোপাধ্যায়, অপরাজিতা আঢ্য ও খরাজ বন্দ্যোপাধ্যায়ের রসায়নও অমলিন। সকালে মুক্তি পাওয়া ট্রেলারও অবশ্য মন ছুঁয়েছে সবারই। গানের দায়িত্বে রয়েছেন অনিন্দ্য চট্টোপাধ্যায়, প্রবুদ্ধ বন্দ্যোপাধ্যায় ও কবীর সুমন।

তবে ট্রেলারে হঠাৎ স্বাতীলেখার হারিয়ে যাওয়া, তাঁকে খোঁজা, সব মিলিয়ে যেন বুঝিয়ে দিয়েছে, ছবিতে প্রেমের মধ্যেও কোথাও যেন লুকিয়ে রয়েছে বিচ্ছেদের সুর। ট্রেলারের একেবারে শেষে বিবাহবেশে সেজে বৃদ্ধ স্বাতীলেখা সেনগুপ্তর কন্ঠে ‘আমার বরকে দেখেছো?’ যেন আরও অনেক প্রশ্নচিহ্ন তুলে দেয় গল্প নিয়ে। সেই সব প্রশ্নের উত্তর মিলবে ২০ মে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

fifteen − 3 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য