Wednesday, December 3, 2025
বাড়িখবররাজ্যএমজিএন রেগায় ধলাই জেলায় গত অর্থবছরে গড়ে ১০০.১৪ শ্রমদিবসের কাজ

এমজিএন রেগায় ধলাই জেলায় গত অর্থবছরে গড়ে ১০০.১৪ শ্রমদিবসের কাজ

এমজিএন রেগায় গত অর্থবছরে ধলাই জেলার ৮ টি ব্লকে ৮৫ লক্ষ ৯০ হাজার ৬৩৬ শ্রমদিবস সৃষ্টি হয়েছে । বিভিন্ন উন্নয়নমূলক কাজে এজন্য ব্যয় হয়েছে ১৮২ কোটি ১২ লক্ষ ১৪ হাজার ৮৩২ টাকা । এই কর্মসূচিতে গত অর্থবছরে গড়ে ১০০.১৪ শ্রমদিবসের কাজ হয়েছে । এই প্রকল্পে ধলাই জেলার আমবাসা ব্লকে গড়ে ৯১.৯৪ শ্রমদিবস , ছামনু ব্লকে গড়ে ১১৯.৫৪ শ্রমদিবস , ডুম্বুরনগর ব্লকে গড়ে ১১২.৪৪ শ্রমদিবস , দুর্গা চৌমুহনী ব্লকে গড়ে ৮৫.৮৯ শ্রমদিবস , গঙ্গানগর ব্লকে ১০৭.০৮ শ্রমদিবস , মনু ব্লকে গড়ে ৯৬.১২ শ্রমদিবস , রইস্যাবাড়ি ব্লকে গড়ে ১১৭.৭৬ শ্রমদিবস এবং সালেমা ব্লকে গড়ে ৮৯.২১ শ্রমদিবস সৃষ্টি হয়েছে । ধলাই জেলাশাসক ও সমাহর্তার কার্যালয় থেকে এই সংবাদ জানানো হয়েছে ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

four × three =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য