মুখ্যমন্ত্রী স্বনির্ভর পরিবার যোজনায় লংতরাইভ্যালী মহকুমার মনু ব্লকে ১১৯ টি তপশিলী জাতি পরিবারকে মৎস্যচাষে সহায়তা দেওয়া হয়েছে । এই যোজনায় প্রতিটি পরিবারকে ৬০০ টি করে বিভিন্ন জাতের মাছের পোনা দেওয়া হয়েছে । তাছাড়া এই প্রকল্পে গন্ডাছড়া মহকুমার ডুম্বুরনগর ব্লকের ১০০ টি তপশিলী জাতি পরিবারকে বিনামূল্যে বিভিন্ন জাতের মাছের পোনা দেওয়া হয় । প্রতিটি পরিবারকে ৫০০ টি করে মাছের পোনা দেওয়া হয়েছে । মৎস্য দপ্তরের ধলাই জেলা কার্যালয় থেকে এই সংবাদ জানানো হয়েছে ।



