জল জীবন মিশনে পশ্চিম ত্রিপুরা জেলায় ৭ টি ব্লকের ৮৫ টি এডিসি ভিলেজে এখন পর্যন্ত ২০ হাজার ৯৬৮ টি পরিবারকে পানীয় জলের সংযোগ দেওয়া হয়েছে । এই মিশনে জেলার বেলবাড়ি ব্লকে ১৫ টি এডিসি ভিলেজে ৪,২২৮ টি , হেজামারা ব্লকে ২১ টি ভিলেজে ৪,৮৯৪ টি , লেফুঙ্গা ব্লকে ১০ টি ভিলেজে ২,৮৫৬ টি , মান্দাই ব্লকে ২৬ টি ভিলেজে ৫,৪১৬ টি , ডুকলি ব্লকে ৩ টি ভিলেজে ১,১৫৩ টি , জিরানীয়া ব্লকে ৬ টি ভিলেজে ১,৫৪৫ টি এবং পুরাতন আগরতলা ব্লকের ৪ টি ভিলেজে ৮৭৬ টি পরিবারে পাইপ লাইনে পানীয় জলের সংযোগ দেওয়া হয়েছে । আরও ২০ হাজার ৫৬ টি পরিবারে পাইপ লাইনে পানীয় জলের সংযোগ দেওয়ার প্রক্রিয়া চলছে । পানীয় জল ও স্বাস্থ্য বিধান দপ্তর থেকে এই সংবাদ জানানো হয়েছে ।



