পানীয়জল ও স্বাস্থ্য বিধান দপ্তরের উদ্যোগে চলতি অর্থবর্ষে চড়িলাম ব্লকের ১০ টি ভিলেজ কমিটির বিভিন্ন পাড়ায় পানীয়জল পৌঁছে দেওয়ার লক্ষ্যে ৭৩ টি উৎস খনন করার উদ্যোগ নেওয়া হয়েছে । এরমধ্যে আমতলি ভিলেজে ৪ টি স্মলবোর ডিপটিউবওয়েল ও ২ টি ডিপটিউবওয়েল , বংশিবাড়ি ভিলেজে ১ টি ডিপটিউবওয়েল , ১০ টি স্মলবোর ডিপটিউবওয়েল , বাশতলি ভিলেজে ৫ টি স্মলবোর ডিপটিউবওয়েল , ৩ টি ডিপটিউবওয়েল , বাথানমুড়া ভিলেজে ১ টি ডিপটিউবওয়েল ও ৫ টি স্মলবোর ডিপটিউবওয়েল , চেলিখলা ভিলেজে খনন করা হবে ২ টি ডিপটিউবওয়েল এবং ২ টি স্মলবোর ডিপটিউবওয়েল , ধরিয়াথল ভিলেজে ৪ টি স্মলবোর ডিপটিউবওয়েল , পদ্মনগর ভিলেজে ২ টি ডিপটিউবওয়েল ও ৩ টি স্মলবোর ডিপটিউবওয়েল , রামনগর ভিলেজে ২ টি ডিপটিউবওয়েল ও ২ টি স্মলবোর ডিপটিউবওয়েল , রংমালা ভিলেজে ২ টি ডিপটিউবওয়েল ও ২ টি স্মলবোর ডিপটিউবওয়েল এবং সুতারমুড়া ভিলেজে ৪ টি স্মলবোর ডিপটিউবওয়েল ও ৩ টি ডিপটিউবওয়েল খনন করার উদ্যোগ নেওয়া হয়েছে ।



