Thursday, July 3, 2025
বাড়িখবররাজ্যইট চরের চক্রে ফাকা হচ্ছে আসাম আগরতলা জাতীয় সড়কের নিচের ইট

ইট চরের চক্রে ফাকা হচ্ছে আসাম আগরতলা জাতীয় সড়কের নিচের ইট

ইট চুরের চক্র ফাকা করে দিচ্ছে আসাম আগরতলা জাতীয় সড়কের নিচের ইট। যে কোনো সময় ধ্বসে পড়তে পারে জাতীয় সড়ক। ঘটে যেতে পারে বড় ধরনের যে কোনো দুর্ঘটনায়। নির্বিকার স্থানীয় প্রশাসন। ঘটনা ত্রিপুরা রাজ্যের ৮ নং আসাম-আগরতলা জাতীয় সড়কের মুঙ্গিয়াকামি ১৮ মুড়া পাহাড় এলাকায়। জানা যায়, জাতীয় সড়ক প্রশ্বস্ত হওয়ার কাজ শুরুর পর থেকেই মুঙ্গিয়াকামি আর.ডি.ব্লকের অধীন ১৮ মুড়া পাহাড়ের মধ্য দিয়ে যাওয়া আসাম আগরতলা জাতীয় সড়কের নিচের ইট কে বা কাহারা চুরি করে নিয়ে যাচ্ছে। ইট চুরির ফলে জাতীয় সড়কের নিচের অংশ ফাঁকা হয়ে যাচ্ছে দিনের পর দিন। আর এই চুরির কারণে জাতীয় সড়কের সহনশীলতা দিনের পর দিন কমতে চলেছে। যেকোনো সময় ধ্বসে পড়তে পারে জাতীয় সড়ক। ফলে জাতীয় সড়ক ধরে যাতায়াতকারী যান চালক -দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
একটি বিশ্বস্ত পাহাড়ি সূত্র ধরে জানা যায়, গোটা ১৮ মুড়া তথা ৩২ মাইল, ৩৪ মাইল, ৩৫ মাইল,৩৬ মাইল সহ ১৮ মুড়া পাহাড়ের বিভিন্ন এলাকায় জাতীয় সড়কের ইট চুরির একটি চক্র সক্রিয় রয়েছে। সূত্রটি আরো জানায় ইট চুরির ওই চক্রটি জাতীয় সড়কের নিচ থেকে ইট চুরি করে জাতীয় সড়কের পাশে সংগ্রহ করে রাখে এবং পরবর্তীতে ওই ইটগুলি চিপসে রূপান্তরিত করে পাচার চক্রের মাধ্যমে গাড়ি বোঝাই করে পৌঁছে দেওয়া হচ্ছে রাজ্যের বিভিন্ন প্রান্তে।
সংবাদ সূত্রে জানা যায়, চাকমা ঘাট থেকে ৪৮ মাইল পর্যন্ত প্রায় ৮৫ থেকে ৯০ লক্ষাধিক ইট চুরি করে নিয়ে যায় ওই ইট চুরির চক্রটি। চুরি যাওয়া ইট গুলির বর্তমান বাজার মূল্য প্রায় ৮৫ কোটি থেকে ৯০ কোটি টাকা হবে বলে অনুমান করা হচ্ছে। বার বার সংশ্লিষ্ট মহল থেকে ইট চুরির চক্রটিকে পাকড়াও করার দাবি জানিয়ে থাকলেও কোনো এক অজ্ঞাত কারণে মুঙ্গিয়াকামি প্রশাসন কোনো পদক্ষেপ গ্রহণ করছে না। এখন দেখার বিষয় ওই ৮৫ কোটি থেকে ৯০ কোটি টাকার ইট চুরির চক্রটি এবং পাচার কাজের সাথে জড়িতদের জালে আনতে কি ধরনের পদক্ষেপ গ্রহণ করে মুঙ্গিয়াকামি প্রশাসন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

four + nine =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য