Wednesday, December 3, 2025
বাড়িখবররাজ্য৪৪ নম্বর বুথ এলাকার মানুষের বাড়ি বাড়ি পরিদর্শনে প্রাক্তন অধ্যক্ষ তথা বর্তমান...

৪৪ নম্বর বুথ এলাকার মানুষের বাড়ি বাড়ি পরিদর্শনে প্রাক্তন অধ্যক্ষ তথা বর্তমান বিধায়ক রেবতী মোহন দাস

মানুষের মৌলিক চাহিদাগুলোর মধ্যে অন্যতম খাদ্য বস্ত্র এবং বাসস্থান। স্থানীয় নেতৃবৃন্দের প্রচেষ্টায় আর প্রশাসনিক ব্যবস্থাপনায় এই মৌলিক চাহিদা অনায়াসে পূরণ হওয়ায় খুশি ১৩ প্রতাপগড় বিধানসভা কেন্দ্রে ৪৩ নম্বর ওয়ার্ডের ৪৪ নম্বর বুথের নাগরিকরা। এদিন নাগরিকরা জানান মাথার উপর ছাদ, বাড়িতে পর্যাপ্ত জল আর ঘরে ২৪ঘন্টা বিদ্যুৎ ব্যবস্থা থাকবে তা স্বপ্নই ছিল। বর্তমান সরকারের আমলে এই স্বপ্ন বাস্তব রূপ পাওয়ায় বেজায় খুশি তারা।
রাজ্যের প্রাক্তন অধ্যক্ষ তথা বর্তমান বিধায়ক রেবতী মোহন দাস বুধবার ১৩ প্রতাপগড় বিধানসভা কেন্দ্রের ৪৪ নম্বর বুথ এলাকার মানুষের বাড়ি বাড়ি পরিদর্শনে যান। আগরতলা পৌর নিগমের অন্তর্গত 43 নম্বর ওয়ার্ডের অধীন এই এলাকায় প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর প্রকল্প গুলো মানুষের কাছে পৌঁছেছে কিনা এই বিষয়ে খোঁজ-খবর নেন তিনি। বিধায়ক রেবতী মোহন দাস এর সাথে ছিলেন সংশ্লিষ্ট এলাকার কর্পোরেটর, আগরতলা পৌর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত সহ অন্যান্য কর্মীবৃন্দ। এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধায়ক রেবতী মোহন দাস জানান ,সংশ্লিষ্ট এলাকায় ১১ টি পরিবার প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পেয়েছে। এদের অধিকাংশ ঘড়ই প্রস্তুত হয়ে গেছে। বাড়ি বাড়ি পৌঁছে গেছে জলের সুব্যবস্থাও। নিজ বিধানসভা এলাকায় কেন্দ্রীয় প্রকল্প গুলির কাজ সুষ্ঠুভাবে এগিয়ে চলায় সন্তোষ প্রকাশ করেন তিনি। প্রধানমন্ত্রীর আবাস যোজনায় ঘর পেয়ে, বাড়িতে জলের নতুন সংযোজন পেয়ে খুশি 44 নম্বর বুথ এলাকার নাগরিকরা। এদিন এক এলাকাবাসী জানান, আমাদের মত গরিব পরিবারে মাথার উপর ছাদ থাকবে, বাড়িতে থাকবে বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা, ঘরে থাকবে 24 ঘন্টা বিদ্যুৎ সংযোগ- তা স্বপ্নই ছিল। কিন্তু বর্তমান সরকার এবং প্রশাসন গরিবের এই স্বপ্নকে বাস্তবায়িত করায় বেজায় খুশি তিনি। এদিন এলাকার বিধায়ক রেবতী মোহন দাস জানান, কিছু পরিবার এখনো প্রধানমন্ত্রী আবাস যোজনার বরাদ্দ অর্থ রাশি পাননি। মুষ্টিমেয় কিছু পরিবারের আবার নির্দিষ্ট কিস্তির টাকা না পাওয়ায় নির্মাণকাজ অসমাপ্ত রয়েছে। সংশ্লিষ্ট বিষয় গুলির সমস্যা যেন অবিলম্বে সমাধান হয় এবং সংশ্লিষ্ট পরিবারগুলি নির্দিষ্ট সময়ের মধ্যে যাতে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর নির্মাণ করতে পারেন সে বিষয়ে বিশেষ উদ্যোগ গ্রহণ করবেন তিনি।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

4 × 5 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য