পারিবারিক বিবাদের জেরে গৃহপালিত গবাদি পশুর উপর নির্মমতার প্রদর্শন, পরল ধারালো দায়ের কোপ, ঘটনা গড়াল থানা পুলিশ অবধি। ঘটনার বিবরণে জানা যায় কল্যাণপুর থানাধীন ঘিলাতলী গ্রাম পঞ্চায়েতের এক নম্বর ওয়ার্ড এর অন্তর্গত শচীন্দ্র শিল চরের বাসিন্দা নিরু দেবনাথ, পিতা নেপাল দেবনাথের সাথে তার নিজের কাকা নির্মল দেবনাথ এর পরিবারের বনিবনা নেই। দীর্ঘদিন ধরেই চলে আসছে নানা প্রকারের বিবাদ। প্রায় সময়ই ছোটখাটো বিষয় নিয়ে দুই পরিবারের মধ্যে বচসা লেগেই আছে, এলাকা সূত্রের খবর এমনটাই। আজ সকালবেলা নিরু দেবনাথ এর গরু-বাছুর তার কাকার বাড়িতে ছুটে গেলে নির্মল দেবনাথ এর পরিবারের তরফ থেকে ওই গৃহপালিত বাছুরের উপর দা দিয়ে কোপ বসানো হয়। এর ফলে এই গরুটি প্রচন্ডভাবে আহত হয়। এই ঘটনা চাক্ষুষ করে নিরু দেবনাথ তার বাবা নেপাল দেবনাথকে সাথে নিয়ে কল্যাণপুর পশু হাসপাতালে গরুটির চিকিৎসা করায় এবং এই ঘটনার উপযুক্ত বিচার প্রার্থনা করে কল্যাণপুর থানার দ্বারস্থ হয়। এখন দেখার বিষয় এই বিষয়ে পরবর্তী সময়ে কি পদক্ষেপ গৃহীত হয়। তবে পারিবারিক বিবাদের জেরে গৃহপালিত পশুর উপর নির্মম দায়ের আঘাত করার ঘটনার খবর চাউর হতেই গোটা এলাকা জুড়ে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে।



