খোয়াই মহকুমা পুলিশ আধিকারীকের কার্যালয় ও অ্যাপোলো টায়ার্স হেলথ কেয়ার সেন্টারের যৌথ উদ্যোগে খোয়াই সুভাষপার্ক মোটর স্ট্যান্ড সড়ক সুরক্ষা সচেতনতা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয় । অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিলা পরিষদের সদস্য সুব্রত মজুমদার । বিশেষ অতিথি হিসেবে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার অমিতাভ পাল , খোয়াই মহকুমার মহকুমা শাসক অসিত কুমার দাস , মহকুমা পুলিশ আধিকারীক রাজীব সূত্রধর , ডিএসপি ট্রাফিক বিক্রমজিৎ শুরু দাস প্রমুখ । প্রধান অতিথি হিসেবে জিলা পরিষদের সদস্য সুব্রত মজুমদার বক্তব্য রাখতে গিয়ে বলেন , ট্রাফিক আইন মেনে সচেতনতার সাথে যানবাহন চালানোর মধ্যদিয়ে দুর্ঘটনা মুক্ত শহর গড়ে তুলতে তিনি সকলের প্রতি আহ্বান জানান , বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার অমিতাভ পাল বক্তব্য রাখতে গিয়ে তিনি দুর্ঘটনার কারণগুলি সম্পর্কে সচেতন হতে তিনি যানবাহন চালকদের প্রতি আহ্বান জানান , স্বাগত ভাষণদেন মহকুমা পুলিশ আধিকারীক রাজীব সূত্রধর । অনুষ্ঠান উপলক্ষে মোটর স্ট্যান্ড স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয় । শিবিরে মোট ১৩৪ জন রোগীকে চিকিৎসা করে বিনামূল্যে ঔষধ প্রদান করা হয় । রোগীদের মধ্য থেকে ৫৬ জনের চক্ষু চিকিৎসা করা হয় ও ৪০ জনকে বিনামূল্যে চশমা করা হয় । এছাড়া ৭০ জন রোগীর রক্তের সুগার পরীক্ষা করা হয় বলে স্বাস্থ্য শিবির থেকে জানানো হয় ।



