প্রতিটি জলাশয় ১ কানি জমি নিয়ে করা হয়েছে । এতে ব্লকে ৪ কানি জমি মৎস্য চাষের আওতায় এসেছে । তাছাড়াও এই যোজনায় ব্লকে আরও ৪ টি পরিবারকে উন্নত প্রথায় মৎস্যচাষের জন্য জলাশয়ের নির্মাণ করে দেওয়া হয়েছে । প্রত্যেকটি জলাশয়ের জন্য ব্যয় করা হয়েছে ৮০ হাজার ৬৪০ টাকা । এর ফলে ০.৬৪ হেক্টর জলাশয় মৎস্য চাষের আওতায় এসেছে । রূপাইছড়ি ব্লকের মৎস্য আধিকারিক দীপংকর সাহা এই সংবাদ জানান ।



