কৈলাসহর মহকুমার গৌরনগর ও চন্ডীপুর ব্লকে এমজিএন রেগায় গত অর্থবছরে বিভিন্ন উন্নয়নমূলক কাজ করা হয়েছে । উন্নয়নমূলক কর্মসূচি রূপায়ণে গৌরনগর ব্লকে ব্যয় হয়েছে ১৫ কোটি ৭৪ লক্ষ ৫ হাজার টাকা । এতে গৌরনগর ব্লকে ১২ হাজার ৮৮২ টি পরিবার কাজ পেয়েছেন এবং ৯ লক্ষ ৩৯ হাজার ৫৮০ শ্রম দিবসের সৃষ্টি হয়েছে । তাছাড়া , চন্ডীপুর ব্লকে ব্যয় হয়েছে ৮ কোটি ৭৯ লক্ষ ৪৩ হাজার টাকা । এতে চন্ডীপুর ব্লকে ৫ লক্ষ ৬ হাজার ১১৭ শ্রম দিবসের সৃষ্টি হয়েছে এবং ৮ হাজার ১৭০ টি পরিবার কাজ পেয়েছেন । সংশ্লিষ্ট ব্লক কার্যালয় থেকে এই সংবাদ জানানো হয়েছে ।



