Friday, October 18, 2024
বাড়িখবরলাইফ স্টাইল২৩ কিমি শচীন্দ্র রোয়াজা পাড়ায় স্বাস্থ্য শিবির

২৩ কিমি শচীন্দ্র রোয়াজা পাড়ায় স্বাস্থ্য শিবির

ধলাই জেলার ২৩ কিমি পূর্ণ মোহন স্মৃতি প্রাথমিক স্বাস্থ্যকন্দ্রর অন্তর্গত গোবিন্দবাড়ি হেলথ এন্ড ও য়েলন্যাস সেন্টারের উদ্যোগে প্রত্যন্ত অঞ্চল শচীন্দ্র রোয়াজা পাড়ায় গত ২০ এপ্রিল এক স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয় । এই স্বাস্থ্য শিবির মাট ৪২ জনকে স্বাস্থ্য পরিষবা প্রদান করা হয় । এরমধ্যে ৩৭ জনের সাধারণ সর্দি – কাশি ও জ্বর থাকায় তাদের ম্যালেরিয়া শণাক্তকরণের জন্য আরডি কিটের মাধ্যম টেস্ট করা হয় । তাতে চার জনের শরীরে ম্যালেরিয়া প্যারাসাইট পাওয়া যায় । তাঁদর প্রত্যেককে স্বাস্থ্যকর্মীরা প্রয়োজনীয় ঔষধ প্রদান করেন । স্বাস্থ্যকর্মীরা উক্ত শিবির স্বাস্থ্য পরিষেবার পাশাপাশি -ৈ ডঙ্গু , ম্যালেরিয়া , ডায়ারিয়া ও কোভিড -১৯ প্রতিরাধের উপায় নিয়ে পরামর্শ প্রদান করেন । এই শিবির অংশগ্রহণ করেন চিকিৎসক ডাঃ ভিএস জলা ডার্লং , এমপিডব্লিউ মুক্তার জয় ত্রিপুরা , কমিউনিটি হলথ অফিসার রাহুল চক্রবর্তী ও আশাকর্মী গরতী ত্রিপুরা , বিকন রাণী ত্রিপুরা ও সদেবী আসলং । পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধক দপ্তর থেকে এক প্রেস রিলিজে এই সংবাদ জানানো হয়েছে ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

16 − 10 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য