Friday, October 18, 2024
বাড়িখবররাজ্যসংস্কৃতি ও কৃষ্টি বৈচিত্রের মধ্যে ঐক্য গঠনে সহায়ক ভূমিকা নেয় বলেন উপমুখ্যমন্ত্রী

সংস্কৃতি ও কৃষ্টি বৈচিত্রের মধ্যে ঐক্য গঠনে সহায়ক ভূমিকা নেয় বলেন উপমুখ্যমন্ত্রী

একতা হচ্ছে কোন সমাজের মূল শক্তি । উৎসব , ইতিহাস , সংস্কৃতি – কৃষ্টি ও খাদ্যাভাস বৈচিত্রের মধ্যে ঐক্য গঠনে সহায়ক ভূমিকা নেয় । পানতুই স্পোর্টিং সোসাইটি ও রাগিনী হুকুমু বদলের উদ্যোগে এবং তথ্য ও সংস্কৃতি দপ্তরের সহযোগিতায় বিবেকানন্দ ময়দানে গতকাল গড়িয়া উৎসবের উদ্বোধন করে একথা বলেন উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা । অনুষ্ঠানে তিনি আরও বলেন , পানতুই স্পোর্টিং সোসাইটি ক্রীড়া ও সংস্কৃতি চর্চার মাধ্যমে যুব সমাজকে নেশামুক্ত রাখতে কাজ করছে । তিনি বলেন , সুন্দর সমাজ গড়ে তুলতে নেশার কোন ভূমিকা নেই এবং নেশা সমাজের একতা নষ্ট করে । তিনি বলেন , কোন জাতিকে শক্তিশালী করতে একতাই হচ্ছে প্রধান অবলম্বন । তিনি খেলাধুলা , সংস্কৃতি চর্চা এবং শিক্ষা গ্রহণের মাধ্যমে যুব সমাজকে এগিয়ে চলার আহ্বান জানান । অনুষ্ঠানে জনজাতি কল্যাণমন্ত্রী মেবার কুমার জমাতিয়া বলেন , গড়িয়া একটি সার্বজনীন উৎসব । সকলের অংশগ্রহণে গড়িয়া উৎসব সার্থক রূপ লাভ করেছে । স্বাগত বক্তব্য রাখেন পানতুই স্পোটিং সোসাইটির সম্পাদক চিরকুমার দেববর্মা । সভাপতিত্ব করেন পানতুই স্পোটিং সোসাইটির সভাপতি সুভাষ দেববর্মা । গড়িয়া উৎসব উপলক্ষে ট্রেডিশন্যাল ফুড ফেস্টিবল এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয় ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

13 + 16 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য