Friday, January 23, 2026
বাড়িখবরলাইফ স্টাইলছাওমনু ব্লক ভিত্তিক স্বাস্থ্যমেলা

ছাওমনু ব্লক ভিত্তিক স্বাস্থ্যমেলা

ধলাই জেলার আওতাধীন ছাওমনু ব্লক প্রাঙ্গনে গত ১৯ এপ্রিল ছাওমনু ব্লক ভিত্তিক স্বাস্থ্যমেলা অনুষ্ঠিত হয় । উক্ত মেলার শুভ উদ্বোধন করেন এলাকার বিধায়ক শম্ভুলাল চাকমা , এমডিসি হংস কুমার ত্রিপুরা , প্রাক্তন বিধায়ক নিরাজয় ত্রিপুরা , লংতরাইভ্যালী মহকুমা স্বাস্থ্য আধিকারিক ডাঃ পল এন ডার্লং এবং ছাওমনু সামাজিক স্বাস্থ্যকেন্দ্রের ভারপ্রাপ্ত চিকিৎসক ডাঃ কুমার রাজীব দেববর্মা প্রমুখ । মেলায় স্বাস্থ্য দপ্তরের বিভিন্ন প্রদর্শনী স্টলের মাধ্যমে স্বাস্থ্যকর্মীরা মেলায় আগত এলাকাবাসীদের বিভিন্ন ধরনের স্বাস্থ্য বিষয়ক পরিষেবা প্রদান করেন । উক্ত মেলায় আয়ুষ্মান ভারত প্রকল্পের ই – কার্ড প্রদান করা হয় মোট ১৫ জনের এবং আভা কার্ড দেওয়া হয় মোট নয় জনের । এই মেলায় মোট ২০৫ জনকে স্বাস্থ্য পরীক্ষা করে প্রয়োজনীয় ঔষধ প্রদান করা হয় এবং স্বাস্থ্য সচেতনতার উপর প্রচারপত্র বিলি করা হয় । উক্ত মেলায় স্বাস্থ্য পরিষেবা প্রদান করেন চিকিৎসক ডাঃ রুস্তম দেববর্মা , ডাঃ ভেনেজুয়েলা ডলিং , ডাঃ সুবীর কর্মকার সহ এমপিডব্লিও , কমিউনিটি হেলথ অফিসার , আশা , আশা ফেসিলিটিটেটর , ফার্মাসিস্ট , ল্যাবটেকনিশিয়ান সহ অন্যান্য স্বাস্থ্যকর্মীরা ৷ উক্ত শিবিরে এলাকাবাসীরা দাঁত ও চক্ষু সহ বিনামূল্যে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার সুযোগ গ্রহণ করেন । পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধক দপ্তর থেকে এক প্রেস রিলিজে এই সংবাদ জানানো হয়েছে ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

two × four =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য