পশ্চিম জেলার বিভিন্ন হেলথ এন্ড ওয়েলনেস সেন্টারের চতুর্থ বর্ষ উদযাপন উপলক্ষে আয়ুষ্মান ভারত হেলথ এন্ড ওয়েলনেস সেন্টার দিবস পালন করা হয় । গত ১৮ এপ্রিল পূর্ব যোগেন্দ্রনগর আরবান হেলথ এন্ড ওয়েলনেস সেন্টারে এবং কলেজ টিলা হেলথ এন্ড ওয়েলন্যাস সেন্টারে উক্ত দিবস পালনের অঙ্গ হিসাবে যোগা কর্মসূচির আয়োজন করা হয় । তাতে উপস্থিত সকলের মধ্যে যোগার বিভিন্ন কৌশল প্রদর্শন করা হয় এবং মানুষের দেহ ও মনের বিকাশে যোগার উপাকরিতা নিয়ে আলোচনা করা হয় । উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আয়ুষ শাখার ডাঃ সুনন্দা ভট্টাচার্য , যোগা প্রশিক্ষক পঙ্কজ মজুমদার এবং কমিউনিটি হেলথ অফিসার আনুরাধা পাল ও অনামিকা চক্রবর্ত্তী । পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধক দপ্তর থেকে এক প্রেস রিলিজে এই সংবাদ জানানো হয়েছে ।



