কোভিড- ১৯ সংক্রমণ প্রতিরোধে গত ১৯ এপ্রিল কুমারঘাট মহকুমা হাসপাতালের আওতাধীন বিমল সিনহা শপিং কমপ্লেক্সে , হালাম বস্ত্রী বিদ্যালয়ে , দুধপুর মাধ্যমিক বিদ্যালয়ে , পাবিয়াছড়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে এবং দক্ষিণ ঊনকোটিতে কোভিড -১৯ টিকাকরণ অনুষ্ঠিত হয় । এদিন ৬২ জনকে প্রথম ডোজ , ১৭৮ জনকে দ্বিতীয় ডোজ কোভিড- ১৯ টিকা প্রদান করা হয় এবং নয় জনকে কোভিড -১৯ প্রীকুইশন ডোজ দেওয়া হয় । স্বাস্থ্যকর্মীরা টিকাকরণের পাশাপাশি কোভিড -১৯ টিকা গ্রহণ এবং কোভিড- ১৯ সংক্রমণ থেকে রক্ষা পেতে সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য আহ্বান করেন । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমারঘাট মহকুমা হাসপাতালের স্বাস্থ্যকর্মীরা । পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধক দপ্তর থেকে এক প্রেস রিলিজে এই সংবাদ জানানো হয়েছে ।



