Wednesday, December 3, 2025
বাড়িখবরলাইফ স্টাইলঅবশেষে মুখ খুললেন অজয় দেবগন বিতর্কিত বিজ্ঞাপনকে নিয়ে

অবশেষে মুখ খুললেন অজয় দেবগন বিতর্কিত বিজ্ঞাপনকে নিয়ে

যে বিজ্ঞাপনকে ঘিরে বিতর্ক তৈরি হয়েছে, সেই বিজ্ঞাপনের ব্র্যান্ড অ্য়াম্বাসাডর এতদিন পর্যন্ত ছিলেন শাহরুখ খান এবং অজয় দেবগন। সম্প্রতি তাঁদের সঙ্গে যোগ দেন অক্ষয় কুমার। বিতর্ক প্রসঙ্গে আজ অজয় দেবগন বলেন, ‘এটা একেবারেই ব্যক্তিগত পছন্দের ব্যাপার। যখন তুমি কোনও কিছু করছ, তখন তোমাকে দেখতে হবে সেটা কতটা ক্ষতিকর হতে পারে। কিছু জিনিস ক্ষতিকর, কিছু নয়। আমি কোনও নাম নিতে চাইছি না। কারণ, আমি এটা প্রচার করতে চাইছি না। তবে, এটাই বলব, আমি এলাচের বিজ্ঞাপন করেছি। আর যদি কোনও বিষয় খারাপ হয়, তাহলে তার বিক্রিই বন্ধ করে দেওয়া উচিত।এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে অক্ষয় কুমার লেখেন, ‘আমি দুঃখিত। আমার অনুরাগী, শুভাকাঙ্খী সকলের কাছে ক্ষমাপ্রার্থী। গত কয়েক দিন ধরে আপনাদের কাছ থেকে যে প্রতিক্রিয়া পেয়েছি, তা আমার মনে গভীর প্রভাব ফেলেছে। কখনও তামাকদ্রব্যের বিজ্ঞাপন করিনি, করবও না। বিমল ইলাইচির সঙ্গে আমার চুক্তি নিয়ে আপনাদের আবেগ বুঝতে পারছি। সেই আবেগকে সম্মান জানিয়েই বিনয়ের সঙ্গে সরে দাঁড়াচ্ছি। বিজ্ঞাপনের পারিশ্রমিক বাবদ পাওয়া টাকা দান করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। ওই সংস্থা হয়ত বিজ্ঞাপনটির সম্প্রচার চালিয়ে যাবে, অন্তত আইনি ভাবে চুক্তির মেয়াদ পেরনো না পর্যন্ত। তার দায় আমারই। তবে কথা দিচ্ছি, আগামী দিনে কাজের ব্যাপারে অত্যন্ত সতর্ক থাকব। বিনিময়ে আপনাদের ভালবাসা এবং শুভেচ্ছা প্রার্থনা করি।’

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

sixteen − 14 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য