স্বাস্থ্য পরিষেবা প্রদানে রাজ্য ক্রমশ অগ্রগতির দিকে এগিয়ে চলছে । রাজ্যে এখন অক্সিজেন প্ল্যান্ট থেকে শুরু করে বিশেষজ্ঞ চিকিৎসক , উন্নত চিকিৎসা পরিষেবা সবকিছু রয়েছে । রাজ্যের মানুষ এখন উন্নত চিকিৎসা পরিষেবার সুযোগ নিতে পারছেন । মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব তাঁর বিধায়ক এলাকা উন্নয়ন তহবিলের অর্থানুকূল্যে আগরতলার লালবাহাদুর ব্যায়ামাগারকে দেওয়া অ্যাম্বুলেন্স পরিষেবার ফ্ল্যাগ অফ করে একথা বলেন । অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন , এই অ্যাম্বুলেন্স লালবাহাদুর ব্যায়ামাগারকে দেওয়া হয়েছে । যা এখানকার মানুষের চিকিৎসা পরিষেবার কল্যাণে অনেক কাজে আসবে । মুখ্যমন্ত্রী শ্রীদেব কোভিড সংক্রান্ত বিষয়ে জানাতে গিয়ে বলেন , রাজ্যে ১৮ বছর বয়সের নীচে প্রায় ৫০ শতাংশ টিকাকরণ সম্পন্ন হয়েছে । তিনি বলেন , বিগত দিনে সকলে মিলে যেভাবে সতর্কতা অবলম্বন করে কোভিড পরিস্থিতির মোকাবিলা করা হয়েছিল তেমনি বর্তমানেও আমাদের সকলকে সতর্কতা অবলম্বন করে চলতে হবে । তিনি বলেন , ভয় পাওয়ার কিছু নেই । আমাদের সকলের কোভিডের বিধিনিষেধগুলি মেনে চলা আবশ্যক । মুখ্যমন্ত্রী মহিলা স্বশক্তিকরণ প্রসঙ্গে বক্তব্য রাখতে গিয়ে বলেন , রাজ্যে মহিলাদের জন্য সরকারি চাকরির ক্ষেত্রে ৩৩ শতাংশ সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে । তিনি আরও বলেন , প্রত্যেক মহিলাকে তার নিজ অধিকার সম্পর্কে সচেতন হতে হবে । এই প্রসঙ্গে তিনি প্রত্যেককে প্রতিদিন প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর সামাজিক মাধ্যমের পেইজ এবং ট্যুইট লক্ষ্য করার কথা বলেন । এতে নিজের অধিকার সম্পর্কে যেমন অবগত হওয়া যাবে । মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব লালবাহাদুর ব্যায়ামাগার এবং এলাকার জনগণের প্রতি শুভেচ্ছা জ্ঞাপন করেন । অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন লালবাহাদুর ব্যায়ামাগারের সভাপতি তথা বরিষ্ঠ সাংবাদিক প্রণব সরকার । তাছাড়াও উপস্থিত ছিলেন পুরনিগমের মেয়র দীপক মজুমদার , ত্রিপুরা টি বোর্ডের চেয়ারম্যান সন্তোষ সাহা , কাউন্সিলার হিমানি দেববর্মা প্রমুখ ।



